মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2022 03:35 PM BdST Updated: 24 May 2022 03:35 PM BdST
-
ছবি: রয়টার্স
মানসিক স্বাস্থ্যের ওপর মোবাইল ফোনের প্রভাব নির্ণয়ে গবেষণায় নেমেছেন ইউনিভার্সিটি অফ অরিগনের গবেষকরা। এক্ষেত্রে গুগলের ‘হেলথ স্টাডিস’ অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন গবেষকরা।
গুগল ব্লগে প্রকাশিত পোস্টে প্রকল্পের এক জ্যেষ্ঠ গবেষক বলছেন, এটি থেকে আসা ফলাফল ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও ভালো পণ্য ও সেবা নির্মাণে সহযোগিতা করতে পারবে বলে আশা করছেন তারা। ভবিষ্যতে নীতিমালা এবং শিক্ষাব্যবস্থা পরিবর্তনেও এর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
ব্লগ পোস্টে গুগলের অ্যাপ ব্যবহারের কারণও ব্যাখ্যা করেছেন গবেষকরা। গুগলের ‘হেলথ স্টাডিস’ অ্যাপটি থেকে নিয়ন্ত্রিত কৌশলে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে পারবেন তারা। এই খাতের আগের গবেষণাগুলোয় তথ্য সংগ্রহের কাজটি ব্যবহারকারীদের হাতেই থাকতো। অনেক ক্ষেত্রেই এভাবে গবেষকদের প্রয়োজন অনুযায়ী মানসম্পন্ন সঠিক তথ্য মিলতো না।
গবেষকরা আশা করছেন, গুগলের অ্যাপটির মাধ্যমে তথ্য সংগ্রহের ফলে আগের গবেষণায় উঠে আসেনি এমন কিছু বিষয়ও উন্মোচন সম্ভব হবে। এর পাশাপাশি, গবেষণায় অংশগ্রহণকারীদের ওপর কাজের চাপ কমানোর মাধ্যমে গবেষকরা আরও বেশি সংখ্যক অংশগ্রহণকারীকে আকৃষ্ট করার আশা করছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গবেষণায় অংশগ্রহণকারীরা ব্যক্তিগত ফিটবিটের তথ্যও গুগলের অ্যাপের মাধ্যমে গবেষকদের সঙ্গে শেয়ার করতে পারবেন বলে জানিয়েছে ভার্জ।
এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র ইজ কনরয় জানিয়েছেন, অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন ‘ডিজিটাল ওয়েলবিয়িং সিস্টেমে’ ব্যবহৃত এপিআইয়ের কয়েকটি ব্যবহৃত হচ্ছে গবেষণায়। তবে, ব্যবহারকারীদের ডেটা আলাদাভাবে আরও স্বচ্ছ গবেষণা প্রোটোকলের অধীনে সংগ্রহ করা হবে। ব্যবহারকারী কতোবার ফোন আনলক করছেন, এবং কোন অ্যাপগুলো বেশি ব্যবহার করছেন– এমন ডেটাগুলো সংগ্রহ করার কথা বলেছেন কনরয়।
ব্লগ পোস্টে গবেষকরা বলেছেন, কঠোর মান বজায় রেখে ‘কেবল গবেষণা ও আরও ভালো পণ্য বা সেবা’ নির্মাণের উদ্দেশ্যে ব্যবহৃত হবে।
‘হেলথ স্টাডিস’ অ্যাপটি গুগল উন্মুক্ত করেছে ২০২০ সালের ডিসেম্বর মাসে। সে সময়েও শ্বাসতন্ত্রের রোগ নিয়ে গবেষণায় ব্যবহৃত হয়েছে অ্যাপটি। গবেষণায় অংশ নিতে চাইলে গুগলের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে গবেষণা প্রকল্পে নিবন্ধন করতে হবে আগ্রহীকে।
গবেষণার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২৭ মে, চলবে চার সপ্তাহ ধরে।
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'