এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 07:05 PM BdST Updated: 23 May 2022 07:05 PM BdST
অ্যাপলের ‘মিক্সড-রিয়েলিটি’ হেডসেটের নির্মাণ সম্ভবত শেষ পর্যায়ে আছে। কারণ, সর্বশেষ সভায় এআর/ভিআর ফিচার থাকা নতুন হেডসেট দেখেছেন অ্যাপলের পরিচালনা পর্ষদ সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আগের সপ্তাহেই পরিচালনা পর্ষদের ওই বিষয়টি উঠে এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনে।
বছরে অন্তত চারবার সভায় বসে অ্যাপলের পর্ষদ। কর্মীদের বাইরে শুধু পর্ষদের সদস্যরাই নতুন কোনো পণ্য দেখতে পারেন।
অ্যাপলের সর্বশেষ ম্যাক-এর সঙ্গে মিল রাখতে উন্নতমানের প্রসেসর থাকতে পারে নতুন এই হেডসেটে। পাশাপাশি, হেডসেটে ভালো রেজুলিউশনের পর্দাও থাকার কথা রয়েছে।
হেডসেটের জন্য ‘রিয়েলিটি অপারেটিং সিস্টেম (আরওএস)’ নামে পরিচিত একটি সফটওয়্যার নিয়ে অ্যাপলের কাজ করার কথাও সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে ব্লুমবার্গ।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, ‘অগমেন্টেড’ ও ‘ভার্চুয়াল রিয়েলিটি’র সম্ভাব্য সকল উপাদানই থাকতে পারে নতুন এই হেডসেটে।
২০১৫ সালে ‘অ্যাপল ওয়াচ’-এর পর, সম্ভবত এই প্রথম নতুন কোনো পণ্য আনছে অ্যাপল। ‘অ্যাপল ওয়াচ’ উন্মোচনের পর থেকেই নতুন এই হেডসেটের কাজ চলছিল।
অ্যাপল নতুন হেডসেটটি উন্মোচনের পরিকল্পনা করছে এ বছর শেষ নাগাদ অথবা আগামী বছরের কোনো এক সময়ে। ২০২৩ সাল নাগাদ হেডসেটটি মানুষের হাতে পৌছাতে পারে বলে প্রতিবেদনে লিখেছে সিনেট।
অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো ধারণা করছেন, আগামী ১০ বছরের মধ্যে আইফোনকে এআর-এ রূপান্তরের লক্ষ্যে কাজ করছে অ্যাপল।
এআর ও ভিআর বিষয়ে অ্যাপলের অভ্যন্তরীণ মত পার্থক্যের কথা গত বছর প্রতিবেদনে লিখেছিল ব্লুমবার্গ। এ ছাড়া, অ্যাপলের পরিকল্পনায় কিছুটা পরিবর্তনেরও আভাস দিয়েছিল প্রতিবেদনটি। এর মানে, প্রথমে ভিআর হেডসেট নির্মাণের পর এআর স্মার্ট গ্লাস নিয়ে কাজ করবে অ্যাপল।
এই প্রসঙ্গে সিনেট অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার