ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2022 07:00 PM BdST Updated: 17 May 2022 07:00 PM BdST
-
ছবি: মেটা
মেসেঞ্জার অ্যাপে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ই২ইই)’ ফিচার নিয়ে অনেক বছর ধরেই কাজ করছিল মেটা। বর্তমানে, কোয়েস্ট ভিআর অ্যাপের সর্বশেষ ‘ভি৪০’ সফটওয়্যার আপডেটে ‘ই২ইই’ সহ বেশ কয়েকটি নতুন ফিচার পরীক্ষা করে দেখছে সামাজিক মাধ্যমটি।
নতুন এসব ফিচার পরীক্ষার বিষয়টি উঠে এসেছে মেটার নিজস্ব ব্লগ পোস্টে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মেটা ‘ভি৪০’ সফটওয়্যার আপডেটে, ‘ওয়ান-অন-ওয়ান মেসেজ’ এবং ভিআর-এর সাহায্যে ‘কল করার’ মতো নতুন ফিচার পরীক্ষা করছে। তবে, পরীক্ষাটিতে কতজন জড়িত বা ব্যবহারকারী কীভাবে ফিচার চালু করবেন, সেই বিষয়টি পরিষ্কার নয়।
ভিআর হেডসেটে নতুন ‘অডিও ইকুইলাইজার’ অপশন সহ বাম এবং ডান অডিও চ্যানেলে ভারসাম্য আনার সক্ষমতা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া, ভিআর হেডসেটে মেটা একটি ‘মনো অডিও’ ফিচার পরীক্ষা করছে। সেখানে বাম এবং ডান উভয় স্পিকারেই, ব্যবহারকারী একই মাত্রার অডিও শুনতে পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
কোয়েস্ট ভিআর হেডসেটের বিভিন্ন অ্যাপে আলাদা ‘প্যাটার্ন লক’-এর একটি ফিচার পরীক্ষার কথা উঠে এসেছে ভার্জের প্রতিবেদনে।
যেসব অ্যাপে ব্যবহারকারী শিশুদের প্রবেশ চান না, সেই সব অ্যাপে প্রবেশে বাধা দেবে ফিচারটি। ব্যবহারকারী আগে শুধু পুরো হেডসেটে ‘প্যাটার্ন লক’ করতে পারতেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
ভিআর হেডসেটে আরও বেশি কিবোর্ড ‘দেখতে পাবেন’ ব্যবহারকারী, যতক্ষণ সেগুলো ব্লুটুথের সঙ্গে যুক্ত থাকবে। ‘ভি৪০’ সফটওয়্যার আপডেট সহ ‘কোয়েস্ট ২’ হেডসেটে ব্যবহার করে প্রাথমিকভাবে এই ফিচার ‘লজিটেক কে৮৩০’ এবং অ্যাপলের ‘ম্যাজিক কিবোর্ড’-এ কাজ করেছিল।
ব্যবহারকারী একটি সংখ্যাসূচক কিপ্যাডের মাধ্যমে, ‘অ্যাপল ম্যাজিক কিবোর্ড’, ‘লজিটেক কে৩৫৭’ এবং ‘লজিটেক এমএক্স কি’ ভিআর হেডসেটে দেখতে পাবেন।
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং