চিপ উৎপাদন ফি ২০ শতাংশ বাড়াতে পারে স্যামসাং
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 05:45 PM BdST Updated: 14 May 2022 05:45 PM BdST
ক্রেতাদের জন্য চিপ উৎপাদন ফি ২০ শতাংশ বাড়ানোর বিষয়টি ‘বিবেচনা করছে’ স্যামসাং। সেই লক্ষ্যে, বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলছে প্রতিষ্ঠানটি।
বিনিয়োগকারীদের সঙ্গে চিপ উৎপাদন সংশ্লিষ্ট কথোপকথনের বিষয়টি মার্কিন প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে এসেছে শুক্রবার।
এ বছরের দ্বিতীয়ার্ধ থেকে এ পদক্ষেপের বাস্তবায়ন শুরু হতে পারে। ইলেকট্রনিক বাজারজুড়ে কাঁচামাল ও লজিস্টিকস খরচ বেড়ে যাওয়ার কারণে কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্টের এই পদক্ষেপ বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ।
রয়টার্স বলছে, ঠিকাদারি-ভিত্তিক চিপ তৈরি ফি সম্ভবত ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে, যা চিপের জটিলতার মাত্রার উপর নির্ভর করবে। এ ছাড়া, ‘লিগ্যাসি নোডে’ উৎপাদিত চিপের বেলায় দাম আরও বাড়তে পারে।
স্যামসাং এরইমধ্যে কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা শেষ করেছে ও অন্যদের সঙ্গে আলোচনা এখনও চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্লুম্বার্গ।
তবে, স্যামসাং এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
‘তাইওয়ান সেমিকনডাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)’-এর পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিপ উৎপাদক স্যামসাং।
বর্তমান প্রান্তিকে বিক্রি ৩৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিল টিএসএমসি। এ বছর বিশ্বব্যাপী চিপ সংকট থাকার পরও তাদের উৎপাদনক্ষমতা একই থাকার আভাস দিয়েছে তাইওয়ানের এই উৎপাদক প্রতিষ্ঠান।
বৈশ্বিক চিপ সঙ্কটের কারণে টিএসএমসির মতো উৎপাদকের খাতায় অর্ডার এরই মধ্যে পূর্ণ হয়ে আছে এবং তারা উৎপাদনে প্রিমিয়াম মূল্য রাখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বছরের প্রথম প্রান্তিকে আয়ের হিসাবে স্যামসাং জানিয়েছিল, তাদের উৎপাদন ক্ষমতার তুলনায় গ্রাহকদের চাহিদা বেশি। এই ঘাটতি শীঘ্রই নিরসন হওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’