বাণিজ্যিক নভোযাত্রায় এবার মার্কিন-ব্রিটিশ চুক্তি

ভবিষ্যতে মহাকাশে বাণিজ্যিক অভিযান চালাতে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে দেশ দুটোর যেসব প্রতিষ্ঠান মহাকাশে অভিযান পরিচালনা করতে আগ্রহী তাদের সুযোগ বেড়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2022, 09:31 AM
Updated : 14 May 2022, 09:31 AM

যুক্তরাজ্য সরকার দেশ দুটোর এই চুক্তির বিষয়টি জানিয়েছে শুক্রবার।

যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস এবং মার্কিন পরিবহন মন্ত্রী  পিট বুটাজিজ ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষর করেছেন গত সপ্তাহে।

এর ফলে মহাকাশযাত্রা আরও সহজ ও সুলভ হবে বলে প্রতিবেদনে লিখেছে বার্তাসংস্থা রয়টার্স।

“নতুন এই উদ্যোগ শীঘ্রই যুক্তরাজ্যে রকেট, বেলুন ও অন্যান্য নভোযান উৎক্ষেপণের ভিত্তি স্থাপন করবে।” --এক বিবৃতিতে বলেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ সরকার আশা করছে, এই অংশীদারিত্ব দেশ দুটোকে মহাকাশে বাণিজ্যিক উৎক্ষেপণের লাইসেন্স প্রদানের পাশাপাশি, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নিরাপত্তা, আবহাওয়া পুর্বাভাসের মানোন্নয়ন, টেলিভিশন সেবা ও দক্ষ পরিবহন ব্যবস্থা আনতে সহায়তা করবে।

এ ছাড়া, এই অংশীদারিত্বের কারণে নিজস্ব কর্মী, ব্যবসা এবং সম্প্রদায়ের বাণিজ্যিক নভোযাত্রার সুবিধা বাড়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

“বাণিজ্যিক মহাকাশ যাত্রা দ্রুতই বাড়ছে। এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এসব উদ্ভাবন যেন নিরাপদে এগিয়ে যেতে পারে।”--এক বিবৃতিতে বলেছেন বুটাজিজ।

“পাশাপাশি, আমাদের সকলের জন্য লাভজনক হয় এমন উদ্যোগে উৎসাহ দিতে হবে।”