গুগল ট্রান্সলেটে যোগ হচ্ছে আরও ২৪টি ভাষা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2022 05:25 PM BdST Updated: 12 May 2022 05:25 PM BdST
‘গুগল ট্রান্সলেট’ প্ল্যাটফর্মে আরও ২৪টি ভাষা যোগ করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ওই ভাষাগুলোতে কথা বলেন বিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ।
নতুন যোগ হওয়া ভাষাগুলোর মধ্যে আফ্রিকার ১০টি ভাষা বলে জানিয়েছে বিবিসি।
“গুগল ট্রান্সলেট বেশ ক’বছর ধরেই ভাষাগত প্রতিবন্ধকতা ভেঙে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের সংযুক্ত করছে।” কিন্তু প্রযুক্তি খাতে যে ভাষাগুলোর উপস্থিতি এখনও কম, গুগল এখন তাদের সাহায্য করার চেষ্টা করছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
গুগল ট্রান্সলেটে সদ্য যোগ হওয়া ভাষাগুলোর মধ্যে আছে ভোজপুরী। বিশ্বব্যাপী পাঁচ কোটির বেশি মানুষ এ ভাষায় কথা বলেন। এদের বেশিরভাগই উত্তর ভারত, নেপাল, ফিজি এবং মালদ্বীপের বাসীন্দা।
নতুন ২৪টি ভাষা যোগ হওয়ার পর গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে সমর্থিত ভাষার সংখ্যা এখন ১৩৩।
গুগল বলছে নতুন ভাষা সংযোজন একটি কারিগারি মাইলস্টোন। গুগল এ কাজে এমন একটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করেছে যেটি কোনো উদাহরণ বিশ্লেষণ থেকে শেখা ছাড়াই ভাষা অনুবাদ করতে পারে।
মানুষের করা অনুবাদের ডেটাবেইজের অনুপস্থিতিতে কম্পিউটারকে প্রশিক্ষণ দিতে এই মেশিন লার্নিং মডেলটি কাজে আসবে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।
তবে, এই প্রযুক্তি যে এখনও নির্ভুল নয়, সে বিষয়টিও স্বীকার করে নিয়েছে গুগল। ইতোমধ্যেই অনুবাদে খুঁত চিহ্নিত করেছেন বহুভাষীরা।
এ প্রসঙ্গে গুগল ট্রান্সলেটের গবেষক আইজ্যাক ক্যাসওয়েল বিবিসিকে বলেন, “ইওরুবা এবং ইগবোর মতো আফ্রিকার সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষাগুলোর অনুবাদও সেরা নয়। মূল বক্তব্য ঠিকই অনুবাদ হয়ে যায় তবে খুঁটিনাটি বিষয়গুলো বাদ পড়ে যায়।”
নতুন ভাষাগুলোর ক্ষেত্রেও দৃশ্যপট প্রথম অবস্থায় তেমনি থাকবে বলে স্বীকার করেছেন ক্যাসওয়েল। তবে, শুরু হিসেবে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখা হচ্ছে বিষয়টিকে।
গুগল ট্রান্সলেট সর্বশেষ নতুন ভাষা যোগ করেছিল ২০২০ সালে। সেবার মাত্র পাঁচটি নতুন ভাষা যোগ হয়েছিল প্ল্যাটফর্মটিতে।
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
-
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জাকারবার্গ
-
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ‘নিখোঁজ ক্রিপ্টোরানী’
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’