মাস্ককে ‘দাওয়াত’ দিয়েছেন যুক্তরাজ্যের জনপ্রতিনিধিরা

টুইটার অধিগ্রহণ পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে টেসলা প্রধান ইলন মাস্ককে দাওয়াত দিয়েছে যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্যরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2022, 11:56 AM
Updated : 5 May 2022, 11:56 AM

‘দ্য কমনস ডিজিটাল, কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্ট কমিটি’ বলছে, ‘টুইটার ব্যবহারকারীদের নিরাপত্তা দেওয়ার বাধ্যবাধকতার’ সঙ্গে মাস্ক কী ভাবে ‘বাকস্বাধীনতার’ ভারসাম্য রাখার পরিকল্পনা করেছেন, সে বিষয়ে জানতে আগ্রহী তারা।

টুইটারের কনটেন্ট মডারেশন নীতিমালা হালকা করার ইঙ্গিত দিয়ে আসছেন মাস্ক। সমালোচকদের আশঙ্কা, মাস্কের পদক্ষেপে বিদ্বেষমূলক বক্তব্য বাড়বে টুইটারে। আবার মাস্কের বাকস্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতির সমর্থনও করছেন অনেকে।

এমন পরিস্থিতিতে টেসলা প্রধানকে চিঠি লিখে ‘দাওয়াত’ দিয়েছেন কমিটি প্রধান স্যার জুলিয়ান নাইট। চিঠিতে কমিটিতে থাকা পার্লামেন্টের সদস্যরা মাস্কের স্প্যাম অ্যাকাউন্ট এবং স্বয়ংক্রিয় বট মুছে দেওয়ার প্রতিশ্রুতিকে সমর্থন দিচ্ছেন বলে উল্লেখ করেছেন তিনি।

“বিশেষ করে, আপনার সকল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিতকরণ পরিকল্পনা যুক্তরাজ্য সরকারের কাছে প্রস্তাবিত আইনে আমাদের আহ্বানের প্রতিফলন করছে। আমরা আশা করছি সেটি (প্রস্তাবিত আইন) ডিজিটাল প্ল্যাটফর্মে জনগনের বিশ্বাস ফিরিয়ে আনবে,” চিঠিতে লিখেছেন রক্ষণশীল দলের ওই জনপ্রতিনিধি।

“আমি জানি যে সমালোচকরা যেন টুইটারে থাকে, সেটাই চান আপনি। এতে সমালোচনা জনসমক্ষেই মোকাবেলার সুযোগ সৃষ্টি হতে পারে।”

“মাস্ক কী ভাবে তার বাকস্বাধীনতা রক্ষার পরিষ্কার প্রতিশ্রুতির সঙ্গে অনলাইন ক্ষতি থেকে ব্যবহারকারীদের নিরাপত্তা দেওয়ার নতুন বাধ্যবাধকতার ভারসাম্য রাখবেন”, সে বিষয়ে জানতে তার কমিটি আগ্রহী বলে জানিয়েছেন নাইট।

গেল মাসেই টুইটারের পরিচালনা পর্ষদের সঙ্গে চার হাজার চারশ কোটি ডলারের অধিগ্রহণ প্রস্তাব নিয়ে সমঝোতায় পৌঁছেছেন মাস্ক। টেসলা প্রধান শুরু থেকেই বলছেন, বাকস্বাধীনতা নিয়ে প্ল্যাটফর্মটির নীতিমালা ‘আরও উন্নত’ করতে চান তিনি। এ ছাড়াও ‘নতুন ফিচার দিয়ে সেবা আরও উন্নত করা’র কথাও বলেছেন তিনি।

অন্যদিকে খবর রটেছে, মাস্ক আগামী কয়েক বছরের মধ্যেই টুইটারকে পাবলিক লিমিডেট কোম্পানি হিসেবে শেয়ার বাজারে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা বলেছেন বিনিয়োগকারীদের। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বছর তিনেকের মধ্যেই শেয়ার বাজারে টুইটার শেয়ার বিক্রি শুরু করতে পারেন মাস্ক।

এ বছরের শেষ নাগাদ সকল আনুষ্ঠানিকতা শেষে টুইটারের মালিকানা বুঝে পাওয়ার কথা রয়েছে মাস্কের। চুক্তির অংশ হিসেবে কোম্পানির সকল শেয়ার কিনে নেবেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তার সম্পদের আকার ২৫ হাজার কোটি ডলার।