এবার সনিও বিজ্ঞাপন দেখাবে প্লেস্টেশন গেইমে?

গেইমিংয়ের বাজারে আবার নতুন গুঞ্জন রটেছে, মাইক্রোসফট এক্সবক্সের পর এবার প্লেস্টেশনে ‘ফ্রি-টু-প্লে’ গেইমে বিজ্ঞাপন দেখানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে সনি। দুটি প্রতিষ্ঠানই সম্ভবত এ বছরের শেষ নাগাদ নিজ নিজ প্লাটফর্মের গেইমে বিজ্ঞাপন আনার পরিকল্পনা করছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2022, 09:40 AM
Updated : 23 April 2022, 09:40 AM

গেল সপ্তাহে মাইক্রোসফট এক্সবএক্স-এর ‘ফ্রি-টু-প্লে’ গেইমে বিজ্ঞাপন দেখানোর বিষয়টি এসেছিল মার্কিন প্রকাশনা ‘বিজনেস ইনসাইডার’-এর এক প্রতিবেদনে। ওই একই প্রকাশনা এবার প্রতিবেদন প্রকাশ করেছে  সনির পরিকল্পনা সম্পর্কে।

প্লেস্টেশনে ফ্রি-টু-প্লে গেইম নির্মাতাদের আকৃষ্ট করতে সম্ভবত এ সিদ্ধান্ত নিয়েছে সনি। এতে নির্মাতাদের জন্য গেইমের অভ্যন্তরীণ লেনদেনের পাশাপাশি আয়ের আরেকটি পথ খুলবে।

এ বছরের শেষ নাগাদ গেইমের ভেতর এসব বিজ্ঞাপন চালু হতে পারে। রেসিং গেইমের ট্র্যাকে থাকা ‘বিলবোর্ড’-এর মতো অপ্রয়োজনীয় জায়গাগুলোতে এসব বিজ্ঞাপন আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

এ ছাড়া, খেলোয়াড়রা এসব বিজ্ঞাপন দেখার বিপরীতে পুরস্কার পেতে পারেন। একটি ‘প্রাইভেট মার্কেটপ্লেস’-এর মাধ্যমে বিজ্ঞাপনগুলো বিক্রি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজনেস ইনসাইডার।

ইনসাইডারের সূত্র বলছে, গেইমে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের অংশ নেবে কি না, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সনি। তবে, গেইমের নির্মাতা এবং প্রকাশকের কাছ থেকে ‘গ্রাহক ডেটা’র বিনিময়ে অর্থ নেওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে এই গেইম প্ল্যাটফর্মের মালিক প্রতিষ্ঠান।

এই বিষয়ে সনির কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

ইনসাইডারের গত সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী, এক্সবক্স-এর ‘ফ্রি-টু-প্লে’ গেইমে বিজ্ঞাপন আসতে পারে এ বছর শেষ নাগাদ। যদিও বিজ্ঞাপনের আয় থেকে ভাগ নেওয়ার কোনো পরিকল্পনা নেই মাইক্রোসফটের।

পরিকল্পনাটির বাস্তবায়নের আগেই এ প্রোগ্রামে যোগ দিতে সন্তুষ্ট করতে হবে বিজ্ঞাপনদাতাকে। কারণ, বিজ্ঞাপনে বিদ্যমান ‘প্রাপ্তবয়স্ক’ এবং ‘হিংসাত্মক’ কনটেন্ট উদ্বেগের কারণ হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।

এ ছাড়া ব্যবহারকারী গেইমের মধ্যে বিজ্ঞাপন দেখার পর কেমন প্রতিক্রিয়া জানাবে, সেটি বলাও কষ্টসাধ্য। পাশাপাশি, বিজ্ঞাপনগুলো গেইমারদের ‘বিরক্ত করতে পারে’, এমন শঙ্কাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।