রেকর্ড গড়ে মহাকাশ থেকে ফিরলেন চীনা নারী
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2022 03:28 PM BdST Updated: 18 Apr 2022 03:28 PM BdST
-
তিয়ানগং মহাকাশ স্টেশনে নভোচারী ওয়াং ইয়াপিং। ছবি: অ্যাস্ট্রনট সেন্টার অফ চায়না
-
মহাকাশে যাওয়ার আগে শেনঝোউ ১৩-এর তিন নভোচারী। ছবি: সিনহুয়া
টানা ছয় মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন চীনা নভোচারী ওয়াং ইয়াপিং। চীনের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী নভোচারী হিসেবে ‘স্পেসওয়াক’-এর কৃ্তিত্বের দাবিদার তিনিই।
চীনের তিয়ানগং স্পেস স্টেশনে ছয় মাস কাটিয়ে ১৬ এপ্রিল পৃথিবীতে ফিরেছেন দেশটির তিন নভোচারী। তিয়ানগংয়ে এটি ছিল চীনের দ্বিতীয় এবং দীর্ঘতর মিশন। চীনা স্পেস স্টেশনটির নির্মাণকাজ এখনো চলছে।
শেনঝোউ ১৩ মহাকাশযানটি ১৬ এপ্রিল, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৬ মিনিটে মঙ্গোলিয়ার মরুভূমিতে অবতরণ করে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। মহাকাশযানটি স্পেস স্টেশনের ‘তিয়ানহে’ মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল নয় ঘণ্টা আগে।
গেল বছরের অক্টোবর মাসে গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তিয়ানগং স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিন মহাকাশচারী। সব মিলিয়ে ১৮৩ দিন মহাকাশে কাটিয়েছেন তারা।

মহাকাশে যাওয়ার আগে শেনঝোউ ১৩-এর তিন নভোচারী। ছবি: সিনহুয়া
ভার্জ জানিয়েছে, তিন নভোচারী মিলে অন্তত দু’বার স্পেসওয়াকে গিয়েছেন। মহাকাশ স্টেশনের বিভিন্ন অংশে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর পাশাপাশি পৃথিবীর শিক্ষার্থীদের জন্য দুটি লাইভ লেকচারও দিয়েছেন তারা।
তিয়ানগং স্পেস স্টেশনের কাজ শেষ করার জন্য ১১টি মিশনের পরিকল্পনা করেছে চীন। সেই পরিকল্পনারই অংশ হিসেবে কাজ করছে শেনঝোউ ১৩। চীন তিয়ানহে মডিউল মহাকাশে পাঠিয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে। পরে মডিউলটিকে চালু করতে আরও তিন মহাকাশচারীকে পাঠায় দেশটি। জুন মাসে শেনঝোউ ১৪ মহাকাশে পাঠাবে চীন। এ বছরের মধ্যেই তিয়ানগংয়ের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা করেছে দেশটি, মহাকাশ স্পেশনটিতে যুক্ত হবে আরও দুটি স্পেস মডিউল।
মহাকাশে ছয় মাস কাটানো অনেক দীর্ঘ সময় মনে হলেও ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)’-কে বিবেচনায় নিলে, এটি আহামরি কিছু নয়। আইএসএস-এ সাধারণত এমন দীর্ঘ সময়ই কাটান নভোচারীরা। তবে আইএসএস প্রকল্পের অংশ নয় চীন।
মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় কাটানোর রেকর্ডটির দাবিদার এখন নাসার মহাকাশচারী মার্ক ভ্যান দে হেই। মহাকাশে একটানা ৩৫৫ দিন কাটিয়েছেন তিনি।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের