এবার রাশিয়ার ক্রিপ্টো ওয়ালেটে ইইউর নিষেধাজ্ঞা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2022 01:20 PM BdST Updated: 09 Apr 2022 02:37 PM BdST
রাশিয়াকে চাপে ফেলার কৌশলে এবার দেশটির নাগরিকদের ক্রিপ্টো ওয়ালেটে তহবিল স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ান (ইইউ)।
ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর দেশটির ওপর এই নিয়ে পঞ্চমবারের মতো নিষেধাজ্ঞা দিল ইইউ।
রাশিয়ার নাগরিকদের ক্রিপ্টো ওয়ালেট ও একাধিক ব্যাংকের ওপর নতুন অবরোধ-নিষেধাজ্ঞার ঘোষণা শুক্রবার আসে বলে রয়টার্স জানিয়েছে।
রাশিয়া সরকারের শীর্ষ কর্মকর্তা ও ধনকুবেররা আগের অবরোধ-নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অর্থ পাচারের কৌশল হিসেবে ক্রিপ্টো লেনদেন ব্যবস্থাকে কাজে লাগাতে পারেন, এমন আশঙ্কা থেকে নতুন এই নিষেধাজ্ঞা।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বাণিজ্য ব্যবস্থার ওপর একের পর এক অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার তালিকায় নাম এসেছে রাশিয়ার একাধিক ক্ষমতাশীল নাগরিকের।
নিষেধাজ্ঞার ফলে তাদের সঙ্গে লেনদেন বন্ধ রাখার বাধ্যবাধকতায় পড়েছিল ইউরোপভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো। রাশিয়ার ওই নাগরিকরা নিষেধাজ্ঞার ফাঁক গলে ক্রিপ্টো প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পাচারের পথ খুঁজে নেবেন, এমন আশঙ্কাও ছিল।
এমন পরিস্থিতিতে শুক্রবার ইইউ জানিয়েছে, ক্রিপ্টো ওয়ালেটে তহবিল স্থানান্তরের ওপরও নিষেধাজ্ঞা দিচ্ছে তারা।
“সম্ভাব্য দুর্বলতা নিরসনে ভূমিকা রাখবে এটি,” এক বিবৃতিতে বলেছে ইউরোপীয় কমিশন।
পাশাপাশি রাশিয়ার চারটি ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ।
চার ব্যাংকের মধ্যে ‘ভিটিবি’ আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। রাশিয়ার ব্যাংকিং খাতের ২৩ শতাংশ ওই একটি ব্যাংকের দখলে ছিল বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
ইতোমধ্যেই আন্তর্জাতিক ব্যাংক লেনদেন সেবা ‘সুইফট’ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ব্যাংকগুলো। ব্যাংকগুলোকে ইউরোপিয়ান ইউনিয়নের বাজার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতেই তাদের সকল লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের