তারা ঘুম থেকে উঠে দেখলেন ফেইসবুক ‘লকড’

অনেক ব্যবহারকারীর জন্যই সামাজিক মাধ্যম ফেইসবুকের অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়া বন্ধ হয়েছে বিশ্বজুড়ে। স্বাভাবিকভাবেই এতে বিরক্তি প্রকাশ করেছেন আক্রান্ত ব্যবহারকারীরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2022, 02:29 PM
Updated : 2 April 2022, 02:29 PM

“আপনার ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে কারণ এটি আমাদের ‘কমিউনিটি মান’ অনুসরণ করেনি। এ সিদ্ধান্ত আর ফেরানো যাবে না।” --এ বার্তাটি পেয়েছেন অনেকেই।

একজন ব্যবহারকারী বিবিসিকে বলেছেন, অ্যাকাউন্ট বন্ধের আগে কোনো ধরনের সতর্কবার্তা তিনি পাননি বা অ্যাকাউন্ট কোন নীতি ভেঙেছে সে বিষয়ে ফেইসবুক কিছুই বলেনি।

বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

“ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে কিছু ব্যবহারকারীর সমস্যায় পড়ার বিষয়ে আমরা অবগত আছি এবং সমস্যা সমাধানে আমরা যত দ্রুত সম্ভব কাজ করে যাচ্ছি।”-- টুইট করেছেন মেটা’র অন্যতম শীর্ষ কর্মকর্তা অ্যান্ডি স্টোন।

 

আক্রান্ত অ্যাকাউন্টের সংখ্যা অথবা সমস্যার সম্ভাব্য কারণ নিয়ে কিছু বলেননি তিনি।

আক্রান্ত অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি জনসংযোগ পরামর্শক জেন রবার্টসের।

“আমি বেশ কিছু সময় ধরে কোনো কিছু পোস্ট বা কমেন্ট করিনি। তাই এটা খুবই অসম্ভব যে, আমি এমন কিছু করেছি যা আপত্তিকর বলে বোঝানো যেতে পারে।”--বিবিসিকে জানিয়েছেন জেন।

“আমার বিশ্ববিদ্যালয় জীবনের এবং পারিবারিক সব ছবিই রয়েছে ফেইসবুকে।”

“আমার কাছে গত ১৫ বছরের বেশি সময়ের কনটেন্টের কোনো অ্যাক্সেস থাকবে না, এটি খুবইই দুঃখজনক।”

নিয়মিত ব্যবহারকারী না হয়েও জেনের অ্যাকাউন্ট বন্ধের বিষয়টিকে বিরক্তিকর বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।