রুশ সেনাদের হত্যার আহ্বান, পুতিনের মৃত্যু কামনার সুযোগ দিচ্ছে ফেইসবুক
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2022 11:06 AM BdST Updated: 11 Mar 2022 07:33 PM BdST
-
-
ফাইল ছবি: রয়টার্স
ফেইসবুকে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া নিষিদ্ধ হলেও সেই নিয়ম কয়েকটি দেশের ক্ষেত্রে কিছুটা শিথিল করে রুশ সেনাদের বিরুদ্ধে সহিংস প্রতিরোধের আহ্বান জানানোর সুযোগ দেওয়া হচ্ছে বলে খবর দিয়েছে রয়টার্স।
ফেইসবুকের মূল কোম্পানি মেটার একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাতে রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, রাশিয়া, ইউক্রেইন ও পোল্যান্ডসহ আরো কয়েকটি দেশে ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ‘হেইট স্পিচ পলিসিতে’ এই পরিবর্তন আনা হচ্ছে।
সেই সুযোগ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলরুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করেও পোস্ট দিতে পারবেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র বলেছেন, “ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে আমরা কিছু রাজনৈতিক মত প্রকাশের সুযোগ দিচ্ছি যা হয়তো স্বাভাবিক সময়ে আমাদের বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, যেমন ‘রাশিয়ায় আক্রমণকারীদের মৃত্যু হোক’- এ ধরনের বক্তব্য।
“আমরা এখনও রুশ নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতার আহ্বান ছড়িয়ে দেওয়ার সুযোগ দেব না।”
মেটার এ ধরনের পদক্ষেপেকে ‘চরমপন্থি কর্মকাণ্ড’ আখ্যায়িত করে তা থামাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
মেটার এক ইমেইল বার্তার বরাত দিয়ে রয়টার্স লিখেছে, রুশ বা বেলারুশের নেতাদের মৃত্যু কামনা করে বক্তব্য প্রকাশের সুযোগ ততক্ষণই থাকবে, যতক্ষণ পর্যন্ত সেখানে অন্য কাউকে ‘টার্গেট’ করা না হয়। আবার কেউ যদি তাদের মৃত্যু ঘটানোর জন্য কোনো স্থান বা উপায়ের বর্ণনা করতে যান, সেটাও মেটা প্রকাশ করতে দেবে না।

ফাইল ছবি: রয়টার্স
সম্প্রতি মেটার মডারেটরদের উদ্দেশে এই ইমেইলগুলো পাঠানো হয়। মেটা কর্তৃপক্ষ এটাও জানিয়েছে, নীতিমালার পরিবর্তন শুধু সামরিক অভিযানের প্রেক্ষাপটে রুশ নাগরিক ও রুশ সেনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মেটার ইমেইলে বলা হয়েছে, “টি১ মাত্রার সহিংসতাপূর্ণ বক্তব্য অনুমোদন করার এই নির্দেশনা দেওয়া হচ্ছে শুধু (ক) রুশ সেনাদের লক্ষ্য করে বলা হয়ে এমন ক্ষেত্রে, যুদ্ধবন্দিদের বাদ দিয়ে বা (খ) রুশ নাগরিকদের লক্ষ্য করে বলা হয়েছে যেখানে ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটটি স্পষ্ট (যেমন, যে কনটেন্টে আত্মরক্ষা বা আগ্রাসনের উল্লেখ থাকবে)।
“আমরা এটা করছি একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট আমরা পর্যকেক্ষণ করছি বলে, যেখানে রুশ সেনারা আসলে রাশিয়ার সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করছে। বিদ্বেষপূর্ণ বক্তব্যের নীতিমালায় রুশ নাগরিকদের প্রতি আক্রমণকে নিরুৎসাহিত করা অব্যাহত রয়েছে।”
গত সপ্তাহে রাশিয়ার সরকার সেদেশে ফেইসবুক ও টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত এসব প্ল্যাটফরমে রাশিয়ার গণমাধ্যমের প্রচারে বিধিনিষেধ আরোপ করার কারণে এই পদক্ষেপ নেওয়ার কথা জানায় ক্রেমলিন।
অনেক গণমাধ্যমই এই সংঘাতের কনটেন্ট শেয়ার করার বিষয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে, যার মধ্যে ইউরোপে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল স্পুতনিক ও আরটির সম্প্রচারে নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।
মেটার ইমেইলে জানানো হয়, তারা ইউক্রেইনের কট্টরপন্থি আযোভ ব্যাটালিয়নের প্রশংসার প্রচারও অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছে, স্বাভাবিক অবস্থায় যার ওপর নিষেধাজ্ঞা ছিল। মেটার মুখপাত্র জো অসবোর্ন আগে জানিয়েছিলেন যে, শুধু ইউক্রেইনকে রক্ষার প্রেক্ষাপট বিবেচনায় রেখে আযোভ ব্যাটালিয়নের জন্য এই সীমিত সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল