‘রাশিয়ার সঙ্গে’ সম্পর্ক ত্যাগ, থামছে গ্রাবহাবের চালকবিহীন রোবট

রাশিয়ান শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেস্কের সঙ্গে চালকবিহীন রোবটে কলেজ ছাত্রদের ‘ফুড ডেলিভারি’ সেবা বন্ধ করে দিয়েছে অনলাইন ডেলিভারি প্রতিষ্ঠান গ্রাবহাব।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2022, 10:20 AM
Updated : 5 March 2022, 10:20 AM

প্রস্তুতকৃত খাবারের জগতে ইউরোপে সবচেয়ে বড় সরবরাহ প্রতিষ্ঠান ‘জাস্ট ইট টেকওয়ে’র মালিকানাধীন প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের কথা প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে শুক্রবার।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনে বিশ্বব্যাপি রাশিয়ান প্রতিষ্ঠানগুলোকে একঘরে করার স্রোতের মধ্যেই এই ঘোষণাটিও এলো।

গত জুলাইয়ে চুক্তিবদ্ধ হওয়া প্রতিষ্ঠান দুটি’র আগামি কয়েক বছর একসঙ্গে কাজ করার কথা ছিল। গ্রাবহাবের প্লাটফর্মে ইয়ানডেস্কের স্বয়ংক্রিয় রোবট জুড়ে দিয়ে নির্দিষ্ট কিছু কলেজ ক্যাম্পাসে খাবার পাঠানোর কাজ হাতে নেয় প্রতিষ্ঠান দুটি।

“আমরা ইয়ানডেস্কের সঙ্গে আমাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছি।” – বলেছে গ্রাবহাব।

“এর ফলে ক্যাম্পাসে খাবার পাঠাতে আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি ।”

ইয়ানডেস্কের একজন মুখপাত্র চুক্তি শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে গ্রাবহাব ইউক্রেইন নিয়ে কিছু বলেনি। সামরিক আগ্রাসনের পর থেকেই অনেকগুলো প্রতিষ্ঠান রাশিয়া এবং রাশিয়ান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

এই আক্রমণকে মস্কো একে “বিশেষ সামরিক অভিযান” হিসেবে আখ্যা দিলেও বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলো একে স্বাধীন একটি দেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবেই দেখছে।