অতঃপর হ্যাকিং আক্রান্ত হওয়ার কথা স্বীকার এনভিডিয়ার

প্রায় এক সপ্তাহের তদন্তের পর গ্রাফিক চিপ নির্মাতা এনভিডিয়া বলছে, সাইবার আক্রমণের শিকার হয়েছে প্রতিষ্ঠানটি, বেহাত হয়েছে তথ্যও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2022, 01:35 PM
Updated : 2 March 2022, 01:35 PM

“আমরা জানতে পেরেছি, সিস্টেমে সাইবার হামলা চালিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব তথ্য এবং কর্মচারীদের পরিচয় শনাক্তকরণ ডেটা চুরি করে অনলাইনে সেগুলো ছড়িয়ে দিতে শুরু করেছে আক্রমণকারী।”-  সিএনএনকে বলেছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।

এই সাইবার আক্রমণের সঙ্গে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের সরাসরি কোন সম্পৃক্ততা পাওয়া যায় নি বলে জানান ওই মুখপাত্র।

সাইবার হামলার খবর দৈনিক টেলিগ্রাফ প্রথম জানালেও ডেটা চুরি বা মুছে দেওয়ার কোনো তথ্য ব্রিটিশ দৈনিকটির প্রতিবেদনে উঠে আসেনি বলে জানিয়েছে রয়টার্স।

তবে, প্রথম ২৩ ফেব্রুয়ারি প্রথম শনাক্ত হওয়া ওই হামলার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে  “কোনো প্রভাব পড়বে না” বলেও পুনর্ব্যক্ত করেছেন মুখপাত্র।

প্রায় ৬০ হাজার কোটি ডলার বাজারমূল্যের এনভিডিয়া গ্রাফিক চিপ উৎপাদনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামী প্রতিষ্ঠান। ভিডিও গেইমিং ও এডভান্সড কম্পিউটার সিম্যুলেশনে এর জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জনপ্রিয়।