‘হুয়াওয়ের নিষেধাজ্ঞা’ এবার রাশিয়ায়, চিপ বিক্রি বন্ধ

শীর্ষ প্রতিষ্ঠান ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএসএমসি) সহ বিশ্বব্যাপী কম্পিউটার চিপ শিল্প রাশিয়ার কাছে তাদের উৎপাদিত পণ্য বিক্রি বন্ধ করতে শুরু করেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2022, 08:19 AM
Updated : 26 Feb 2022, 04:09 PM

ইউক্রেইনে মস্কোর আগ্রাসনের পর মার্কিন নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলো ‎এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

রাশিয়ার অর্থনৈতিক বৈচিত্র্য এবং সামরিক বাহিনীকে সমর্থন করার ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে ‎‎বৃহস্পতিবার জারী করা এই নিষেধাজ্ঞায় দেশটির কাছে উচ্চ-প্রযুক্তির পণ্য বিক্রি অর্ধেকেরও বেশি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।‎

প্রতিরক্ষা খাতে মহাকাশ, সামুদ্রিক প্রযুক্তি এবং অন্যান্য শীর্ষ প্রযুক্তি ক্রেতাদের কাছে সরবরাহ বন্ধ করার জন্য তৈরি করা এই নিষেধাজ্ঞার আওতায় ভোক্তা ইলেকট্রনিক্সের সরবরাহ বন্ধ হবে না বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।‎

‎টিএসএমসি এরইমধ্যে রাশিয়া এবং রাশিয়ায় পণ্য সরবরাহকারী তৃতীয় পক্ষের কাছে যাবতীয় বিক্রয় আটকে দিয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা পুরোপুরি মেনে চলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিষেধাজ্ঞার বিভিন্ন খুঁটিনাটি যাচাই করছে বলে প্রতিষ্ঠানটির একটি সূত্র নিশ্চিত করেছেন। তবে, তিনি পরিচয় প্রকাশ করতে রাজী হননি।

আনুষ্ঠানিক বার্তায় টিএসএমসি বলেছে, “ঘোষিত নতুন রপ্তানি নিয়ন্ত্রণ বিধি মেনে চলতে” প্রতিষ্ঠানটি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।‎

‎মাল্টা ভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান গ্লোবাল ফাউন্ড্রিজও নিয়ম মেনে চলার কথা জানিয়েছে। রাশিয়ায় কোনও নিষিদ্ধ বিক্রয় পর্যালোচনা এবং ব্লক করার জন্য নিজেদের একটি সিস্টেম রয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির রাষ্ট্রীয় সম্পর্ক এবং বাণিজ্য বিভাগের প্রধান কারমি লেইম্যান বলেন, “যদিও রাশিয়ান ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির বিক্রয়ের আকার বড় কিছু নয়।”‎

‎লেইম্যান বলেন, অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থাটি হুয়াওয়ের জন্য কোম্পানির প্রয়োগ করা ব্যবস্থার অনুরূপ।

মার্কিন চিপ জায়ান্ট ইনটেলও রাশিয়ার ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণসহ সকল রপ্তানি নিষেধাজ্ঞা মেনে চলার ‎কথা বলেছে।

নিজস্ব চিপ উৎপাদন ব্যবস্থা না থাকায় রাশিয়া মাইক্রোচিপের সরবরাহের জন্য তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের উপর নির্ভরশীল। ফলে, এই নিষেধাজ্ঞা দেশটিকে নাজুক অবস্থায় ঠেলে দেবে বলে উঠে এসেছে পোস্টের প্রতিবেদনে।

টিএসএমসি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত চিপ নির্মাতা হওয়ায় চলতি ‎নিষেধাজ্ঞায় এর অংশগ্রহণ রাশিয়ার জন্য বিশেষভাবে ক্ষতিকর হয়ে উঠবে।

রাশিয়ায় সরবরাহ বন্ধ হওয়া ‎চিপের মধ্যে রাশিয়ায় নকশা করা ‘এলব্রুস’ ব্র্যান্ডের সেমিকন্ডাক্টর রয়েছে বলে জানিয়েছেন টিএসএমসির বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি।‎

‎রাশিয়ার সামরিক ও নিরাপত্তা বাহিনী বেশ কিছু কম্পিউটিং অ্যাপ্লিকেশনে এলব্রুস চিপ ব্যবহার করে বলে জানিয়েছেন যুক্তরাজ্য-ভিত্তিক প্রতিরক্ষা গোয়েন্দা সরবরাহ প্রতিষ্ঠান ‘জেনসে’র ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ কোস্তাস টিগকোস। তার মতে, এই চিপ উৎপাদনে টিএসএমসিকে হারানো রাশিয়ার জন্য “বিধ্বংসী” হয়ে উঠবে।‎

‎রাশিয়ায় নকশা করার কারণে দেশটির সরকার বড় দেশীয় প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোর কম্পিউটারে এলব্রুস চিপ ব্যবহার করতে উৎসাহিত করে এসেছে।

চিপ নির্মাতা বড় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন ‘‎সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, এর সদস্যরা “ইউক্রেইনে সংঘটিত ঘটনার প্রতিক্রিয়ায়” নতুন নিষেধাজ্ঞা মেনে চলার জন্য “সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ”।‎

‎মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছে চিপ এবং অন্যান্য বৈদ্যুতিক উপাদানের বিক্রয় নিয়ন্ত্রণ করে আসছে, বিশেষ করে সামরিক ব্যবহারের জন্য নকশা করা যন্ত্রাংশের ক্ষেত্রে। ‎নতুন নিয়মে যেসব চিপের সামরিক এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহার রয়েছে সেগুলোর আমদানীও বন্ধ হবে।

এই ধরনের নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে একবার মাত্র ব্যবহার করেছে - চীনের হুয়াওয়ের বিরুদ্ধে। এর আওতায় বিশ্বব্যাপী যে প্রতিষ্ঠানগুলো চিপ তৈরির জন্য মার্কিন যন্ত্রাংশ, সফটওয়্যার বা নকশা ব্যবহার করে রাশিয়ার কাছে তাদের এই জাতীয় বিক্রয় বন্ধ করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অধিকাংশ চিপ কারখানা যুক্তরাষ্ট্রে ডিজাইন করা সফটওয়্যার, নকশা বা সরঞ্জাম ব্যবহার করে।‎