এএমডি ছেড়ে শীর্ষ চিপ ‘নকশাকারী’ এখন ইনটেলে

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি’র শীর্ষ নকশা স্থপতিকে নিয়োগ দিয়েছে ইনটেল। চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ‘লিড প্রোডাক্ট আর্কিটেক্ট’ পদে যোগ দিয়েছেন রোহিত ভার্মা। এএমডি’র জ্যেষ্ঠ্য কর্মকর্তাদের একজন ছিলেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2022, 01:11 PM
Updated : 22 Feb 2022, 01:11 PM

এতোদিন এএমডি’র ‘লিড এসওসি (সিস্টেম অন এ চিপ) আর্কিটেক্ট’ হিসেবে কাজ করেছেন ভার্মা। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে নতুন বিনিয়োগের পাশাপাশি পুরো ব্যবসা কাঠামো নতুন করে সাজানোর চেষ্টা করছে ইনটেল। তাই, ভার্মার এই প্রতিষ্ঠান পরিবর্তনে প্রভাব পড়তে পারে চিপ নির্মাতা শিল্পের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের ভারসাম্যে।

প্রযুক্তিবিষয়ক সাইট পিসিগেইমার জানিয়েছে, প্রথম প্রজন্মের আর্ক অ্যালকেমিস্ট গ্রাফিক্স কার্ডের কাজ প্রায় পুরোটাই গুছিয়ে এনেছে ইনটেল। ফলে, এ পর্যায়ে বড় কোনো ভূমিকা রাখবেন না ভার্মা। তবে, পরের প্রজন্মগুলো যেন সরাসরি এনভিডিয়া এবং এএমডি’র তৈরি জিপিইউ-এর বাজার আধিপত্য চ্যালেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে ভার্মা সম্ভবত বড় ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছে সাইটটি।

এর আগেও ইনটেলের হয়ে কাজ করেছেন ভার্মা। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইনটেলের ‘লিড এসওসি (সিস্টেম অন এ চিপ) আর্কিটেক্ট’ হিসেবে কাজ করেছেন তিনি। সে সময়েও ইনটেলের সঙ্গেই ছিলেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার।

এ সব কিছু বিবেচনায় নিয়ে পিসিগেইমার বলছে, সম্ভবত ভার্মাকে আবারো দলে টানার বেলায় সক্রিয় ভূমিকা রেখেছেন ইনটেল প্রধান।

সম্প্রতি একের পর এক ‘আক্রমণাত্মক’ পদক্ষেপ নিয়ে চলেছে ইনটেল। শুধু নতুন কর্মী নিয়োগ দেওয়ার বেলাতেই নয়, ব্যাপক হারে নতুন বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি, এমনকি প্রতিষ্ঠানের প্রচলিত বাজারের বাইরে পা রাখার আগ্রহও দেখিয়েছে প্রতিষ্ঠানটি। 

সব মিলিয়ে ইনটেল বড় পরিবর্তনের পথে হাঁটছে, ইঙ্গিত মিলছে এমনটাই।