‘আরটিএক্স ৩০৯০ টিআই’ নিয়ে মুখ খুলছে না এনভিডিয়া

জানুয়ারি মাসের সিইএস আয়োজনে বেশ জোর গলাতেই ‘আরটিএক্স ৩০৯০ টিআই’ গ্রাফিক্স কার্ড নিয়ে প্রচারণা চালিয়েছিল শীর্ষ গ্রাফিক্স কার্ড নির্মাতা এনভিডিয়া। তারপর থেকেই যেন মুখে কুলুপ এঁটেছে প্রতিষ্ঠানটি, গ্রাফিক্স কার্ডটির দাম বা বাজারে আনার সম্ভাব্য দিন প্রসঙ্গে মুখ খুলছে না প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2022, 03:47 PM
Updated : 14 Feb 2022, 03:47 PM

“এই মুহুর্তে আরটিএক্স ৩০৯০ টিআই নিয়ে দেওয়ার মতো নতুন কোনো তথ্য নেই আমাদের হাতে। যখন থাকবে তখন আমরাই যোগাযোগ করবো।”-- সম্পতি প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের কাছে এমন মন্তব্য করেছেন এনভিডিয়া মুখপাত্র জেন অ্যান্ডারসন।

তবে, একাধিক প্রযুক্তিবিষয়ক সাইটের প্রতিবেদন বলছে নতুন ফ্ল্যাগশিপ জিপিইউ নিয়ে ঘোষণার পরপরই হার্ডওয়্যার জটিলতার কারণে উৎপাদন স্থগিত করতে হয়েছে এনভিডিয়া। প্রাথমিক অবস্থায় ২৭ জানুয়ারি থেকে নতুন ফ্ল্যাগশিপ জিপিইউ বাজারজাত করার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির।

ভার্জের প্রতিবেদনে উঠে এসেছে, বায়োস ও হার্ডওয়্যার উভয় ক্ষেত্রেই জটিলতার মুখে পড়েছে এনভিডিয়া। অন্যদিকে জিপিইউটি’র দাম নিয়েও মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

জিপিইউটি’র কিছু বিষয় গোপন রাখলেও, এতে ২১ জিবিপিএস গতির ২৪ জিবি’র জিডিডিআর৬এক্স থাকবে বলে জানিয়েছিল এনভিডিয়া। আরটিএক্স ৩০৯০ এর তুলনায় আরটিএক্স ৩০৯০ টিআই-এর মেমোরি ক্লক প্রায় ৭.৭ শতাংশ দ্রুত গতির হবে।

উৎপাদন জটিলতার কারণে জিপিইউটি হাতে পেতে এবং আরটিএক্স ৩০৯০ ও এএমডি’র আরএক্স ৬৯০০ এক্সটি গ্রাফিক্ষ কার্ডের বিপরীরে আরটিএক্স ৩০৯০টিআই-এ কার্যক্ষমতা যাচাই করতে আরো সময় অপেক্ষা করতে হবে মন্তব্য করেছে ভার্জ। তবে সাইটটি ধারণা করছে গ্রাফিক্স কার্ডটির দাম হবে দুই হাজার ডলারের আশপাশে।