ব্যবহারকারী কমেছে ১০ লাখ, ফেইসবুকের ক্ষতি ২৩০ বিলিয়ন

প্রায় দুই দশকের ইতিহাসে প্রথমবারের মত দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেইসবুকের। আর সে খবর প্রকাশের পর এক দিনেই শেয়ার বাজারে এর মূল কোম্পানি মেটার বাজারমূল্য কমেছে ২৩০ বিলিয়ন বা ২৩ হাজার কোটি ডলারের বেশি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2022, 07:58 AM
Updated : 4 Feb 2022, 09:20 AM

বৃহস্পতিবার দিন শেষে ফেইসবুকের শেয়ারের দাম পড়েছে ২৬.৪ শতাংশ। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি এক দিনে এতো বড় আর্থিক ক্ষতির মুখে এর আগে পড়েনি।

সম্প্রতি ফেইসবুকের ‘ডেইলি অ্যাকটিভ ইউজার (ডিএইউ)’ বা দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমার খবর জানায় মেটা। ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে ফেইসবুকের ডিএইউ ১৯২ কোটি ৯০ লাখে নেমে এসেছে, যা আগের তিন মাসে ছিল ১৯৩ কোটি।

শেয়ারের দরপতনের প্রভাব পড়েছে মেটার কাণ্ডারী মার্ক জাকারবার্গের উপরও; ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এর তথ্য অনুযায়ী, জাকারবার্গের সম্পদ কমেছে তিন হাজার একশ কোটি ডলার।

‘মেটাভার্স’ পরিকল্পনা নিয়ে ব্যাপক প্রচার চালালেও ফেইসবুকের প্রতি তরুণ ব্যবহারকারীদের যে আগ্রহ কমছে, তা মানছেন খোদ জাকারবার্গ।

তরুণ ব্যবহারকারীরা ক্রমশ ইউটিউব এবং টিকটকের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর দিকে ঝোঁকায় মেটার আয়ে বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, অ্যাপল ‘আইওএস’-এর প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন আনায় বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম হিসেবে ফেইসবুকের আয়ের ওপরও তার বিরূপ প্রভাব পড়েছে।

বিবিসি বলছে, আইওএস নীতিমালা পরিবর্তনের জেরে এক হাজার কোটি ডলার ক্ষতির আশঙ্কা করছে ফেইসবুক।