ভারতে ‘মেটাভার্সে প্রথম বিয়ে’ করছেন তামিলনাড়ুর যুগল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 11:21 PM BdST Updated: 24 Jan 2022 11:21 PM BdST
-
বর ও কনের দুই অবতার
-
বর ও কনে, দীনেশ শিবকুমার পদ্মাবতী এবং জনগনন্ধিনী রামস্বামী
গেটা ভারতেই ঐতিহ্যগতভাবে মহা-ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান আয়োজন একেবারেই সঙ্কুচিত হয়ে এসেছে। কারণ কোভিড-১৯। তবে, বেঁকে বসেছেন এক জুটি- তাদের বিবাহোত্তর সংবর্ধনায় দাওয়াত পাচ্ছেন দুই হাজার অতিথি।
দুই হাজার অতিথির ওই আয়োজন হবে মেটাভার্সে।
তামিলনাড়ুর দীনেশ শিবকুমার পদ্মাবতী এবং জনগনন্ধিনী রামস্বামী তাদের বিয়ের ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করছেন। স্ব-ঘোষিত “পটারহেডস” বা হ্যারি পটারের ভক্ত হিসাবে এই জুটি হগওয়ার্টস থিমের পার্টি বেছে নিয়েছেন যেখানে আমন্ত্রিত অতিথিরা ফোন, ট্যাবলেট বা ল্যাপটপের মাধ্যমে হাজির হতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ফোনে পদ্মাবতী বলেন, “মহামারীর কারণে বিপুল সংখ্যক মানুষ নিয়ে শারীরিক উপস্থিতিতে ঐতিহ্যগত আয়োজন সম্ভব নয়।”
“কাজেই আমরা সিদ্ধান্ত নিলাম, মেটাভার্সেই না হয় এটা হয়ে যাক!”
মেটাভার্স কী? মোটা দাগে বললে, মেটাভার্সের ভাবনা হচ্ছে এমন একটি ডিজিটাল দুনিয়া যেখানে ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ডিভাইস থেকে। ভার্চুয়াল রিয়ালিটি অথবা অগমেন্টেড রিয়ালিটি গিয়ারের বদৌলতে ওই ডিজিটাল দুনিয়ায় নিজেকে নিমজ্জিত করে ফেলার সুযোগ পাবেন ব্যবহারকারী। |
চেন্নাই থেকে প্রায় পৌণে তিনশ’ কিলোমিটার দূরে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার রামস্বামীর গ্রামে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের সামনে অবশ্য শারীরিক উপস্থিতিতেই এই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে।

বর ও কনে, দীনেশ শিবকুমার পদ্মাবতী এবং জনগনন্ধিনী রামস্বামী
একদিকে যারা বিয়ের আয়োজনে হাজির থাকতে পারছেন না তারা যেমন সংবর্ধনায় যুক্ত হতে পারবেন, তেমনি এই ডিজিটাল উদযাপনের আরেকটি সুবিধাও পাওয়া যাচ্ছে। রামাস্বামীর প্রয়াত বাবাও থাকছেন এই আয়োজনে।
পদ্মাবতী বলেন, “গত এপ্রিলে আমার শ্বশুর মারা যান। আমি তার একটি ত্রিমাত্রিক অবতার তৈরি করছি। তিনি আমাদেকে আশীর্বাদ করবেন।”
“মেটাভার্স ছাড়া তো এটি আর সম্ভব নয়।”
এ আগে মেটাভার্সে যে বিয়ের আয়োজন হয়নি এমন নয়। একটি শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠানের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘ভারবেলা’য় একটি ডিজিটাল আয়োজনে এক মার্কিন দম্পতি বিয়ে করেছেন। তবে, ভারতীয় আইনে সাক্ষীদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাোর বাধ্যবাধকতা রয়েছে।
পদ্মাবতী মনে করেন, তার বিয়ের আয়োজনটিই ভারতে মেটাভার্সে এই ধরনের প্রথম হতে যাচ্ছে।
-
রুশ ধনকুবেরদের জন্য ভারতীয় হ্যাকার ব্যবহার ইসরাইলের
-
অফিস সফটওয়্যারে এখনও আধিপত্য মাইক্রোসফটের
-
স্মার্টফোনের উৎপাদন কমাচ্ছে স্যামসাং
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
-
মহাকাশ স্টেশন থেকে ফিরলো বোয়িংয়ের ক্যাপসুল
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?