ক্রিপ্টোকারেন্সি প্রশ্নে ইনফ্লুয়েন্সারদের লাগাম টানছে স্পেন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 06:07 PM BdST Updated: 18 Jan 2022 06:07 PM BdST
সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের লাগামহীন ক্রিপ্টোকারেন্সি প্রচারণা নিয়ন্ত্রণে আনতে তৎপর হচ্ছে স্পেন কর্তৃপক্ষ; আগ্রহী ক্রিপ্টো বিনিয়োগকারীদের এই খাতের ঝুঁকি সম্পর্কে অবহিত করতে বড় পরিসরে প্রচারণা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় শেয়ারবাজারে পর্যবেক্ষক সংস্থাকে।
মূলধারার অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্টদের নজর কেড়েছে ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সি বাজার। এই প্রযুক্তি কেন্দ্রিক আর্থিক ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে মূলধারার লেনদেনে ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে শঙ্কিত তারা।
এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে স্পেন সরকার– ডিজিটাল সম্পদ দিয়ে প্রচারণা চালানোর লক্ষ্য এক লাখ মানুষের বেশি হলেই অন্তত ১০ দিন আগে স্থানীয় বাজার পর্যবেক্ষক সংস্থা ‘সিএনএমভি’-কে জানান দিতে হবে বিজ্ঞাপনদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
নতুন নীতিমালা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকর হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সব ধরনের ক্রিপ্টো সম্পদের প্রচারণার উপর কাছ থেকে নজর রাখবে স্থানীয় বাজার পর্যবেক্ষক সংস্থা; এই ধরনের বিনিয়োগ প্রশ্নে প্রয়োজনে সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করে দেবে সংস্থাটি।
সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যা এক লাখের বেশি এমন ইনফ্লুয়েন্সারদের উপর কার্যকর হবে নতুন নীতিমালা। অর্থের বিনিময়ে কোনো ক্রিপ্টোকারেন্সি প্রকল্পের বিজ্ঞাপন প্রচারণায় অংশ নিলে বাজার পর্যবেক্ষক সংস্থাকে আগেভাগেই জানান দিতে বাধ্য থাকবেন তারাও।
গেল বছরের নভেম্বর মাসে ফুটবল তারকা আন্দ্রেস ইনিয়েস্তাকে কড়া ভাষায় শাষিয়েছিল সিএনএমভি। নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স নিয়ে প্রচারণা চালিয়েছিলেন তিনি। ক্রিপ্টোকারেন্সি বাজারে বিনিয়োগ করার আগে এবং অন্যদের বিনিয়োগের পরামর্শ দেওয়ার আগে তার নিজের এই বিষয়ে আরো বিস্তারিত জানা প্রয়োজন– ইনিয়েস্তার প্রতি এমনি ছিল সিএনএমভি’র বক্তব্য।
সাম্প্রতিক সময়ে নতুন বিনিয়োগকারী টানতে আগ্রাসী প্রচারণা চালাচ্ছে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলো। এর মধ্যে প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের উপস্থিতি থাকলেও সাধারণ ব্যবহারকারীদের আগ্রহের সুযোগ নিতে তৎপর হয়েছে সাইবার প্রতারকরাও। সবমিলিয়ে বিভিন্ন কারণে ঘোলাটে হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজার। সম্প্রতি এমনি এক প্রশ্নবিদ্ধ প্রচারণায় অংশ নিয়ে মামলার ঝুঁকিতে পড়েছেন রিয়ালিটি টিভি শো তারকা কিম কারদাশিয়ান ও সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প