স্যামসাংয়ের নতুন স্মার্টফোন চিপে এএমডি’র জিপিইউ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022 03:53 PM BdST Updated: 18 Jan 2022 03:53 PM BdST
-
ছবি: স্যামসাং
নতুন ‘এক্সিনস ২২০০’ চিপের ঘোষণা দিয়েছে স্যামসাং। নিজস্ব প্রসেসর চিপে প্রথমবারের মতো এএমডি’র ‘আরডিএনএ ২’ গ্রাফিক্স কাঠামোর জিপিইউ যোগ করেছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
এএমডি-স্যামসাং জুটির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ২০১৯ সালে, একটি লাইসেন্সিং চুক্তির মাধ্যমে। এএমডি ২০২১ সালেই ঘোষণা দিয়েছিল যে স্যামসাংয়ের “পরবর্তী ফ্ল্যাগশিপ মোবাইল এসওসি” আরডিএনএ ২ ব্যবহার করবে।
১১ জানুয়ারিতে ‘এক্সিনস ২২০০’ উন্মোচন করা হবে, আগেই এমন ইঙ্গিত দিয়েছিল স্যামসাং। তবে, কোনো এক “অজনা কারণে” সেই ঘোষণায় বিলম্ব হয়েছে বলে মন্তব্য প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের।
‘এক্সিনস ২২০০’ উৎপাদন হচ্ছে স্যামসাংয়ের ‘৪ন্যানোমিটার ইইউভি প্রক্রিয়ায়’। স্যামসাং জিপিইউটির ব্র্যান্ডিং করছে “এক্সক্লিপস” নামে। এএমডি’র রেডন জিপিইউ বিভাগের জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট ডেভিড ওয়্যাং এক বিবৃতিতে বলেছেন, “এক্সিনস এসওসি’তে এএমডি আরডিএসএ গ্রাফিক্সের কয়েক প্রজন্মের পরিকল্পিত সমন্বয়ের প্রথম ফল এটি।”
কেবল চিপের সিপিইউ বিবেচনায় নিলে এক্সিনস ২২০০-এ আছে একটি উচ্চক্ষমতা সম্পন্ন করটেক্স এক্স-২ কোর, পারফর্মেন্সে ভারসাম্য রাখতে আছে তিনটি করটেক্স-এ৭১০ কোর এবং চারটি করটেক্স-এ৫১০ কোর। সিপিইউ-এর আইএসপি কাঠামোর নকশা করা হয়েছে দুইশ’ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সমর্থনের সক্ষমতা মাথায় রেখে।
বেশিরভাগ ক্ষেত্রেই নিজস্ব বিলাসবহুল এস সিরিজের স্মার্টফোনে নিজস্ব ডিজাইনের সর্বোন্নত চিপগুলো ব্যবহার করে স্যামসাং। তবে, ব্যতিক্রমও আছে এক্ষেত্রে; যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু বাজারে বাজারজাকৃত স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করে স্যামসাং।
এখনো গ্যালাক্সি এস২২ স্মার্টফোন উন্মোচন করেনি স্যামসাং। নতুন এক্সিনস ২২০০ চিপের গ্রাফিক্স সক্ষমতা আদৌ বাস্তবিক ব্যবহারে কোনো ইতিবাচক অগ্রগতি আনবে কী না, সেটি নিশ্চিত হতে এস২২ হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছে ভার্জ।
-
রুশ ধনকুবেরদের জন্য ভারতীয় হ্যাকার ব্যবহার ইসরাইলের
-
অফিস সফটওয়্যারে এখনও আধিপত্য মাইক্রোসফটের
-
স্মার্টফোনের উৎপাদন কমাচ্ছে স্যামসাং
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
-
মহাকাশ স্টেশন থেকে ফিরলো বোয়িংয়ের ক্যাপসুল
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?