৫জি আর ‘সেন্টার স্টেজ’ ক্যামেরা নিয়ে আসছে আইপ্যাড এয়ার ৫?
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022 05:42 PM BdST Updated: 16 Jan 2022 05:42 PM BdST
-
ছবি- রয়টার্স
বছর খানেক আগেই আইপ্যাড এয়ার-এর নকশায় আমূল পরিবর্তন এনেছে অ্যাপল, এর মধ্যেই সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই আইপ্যাড এয়ারের নতুন সংস্করণ উন্মোচন করতে পারে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।
প্রযুক্তি বাজারের চলতি গুঞ্জন বলছে, ২০২২ সালের বসন্তেই আইপ্যাড এয়ার ৫ আর আইফোন এসই ৩ উন্মোচন করতে পারে অ্যাপল। এক্ষেত্রে “চীনের নির্ভরযোগ্য সূত্রের” বরাত দিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, অ্যাপল পণ্যের সিংহভাগ উৎপাদিত হয় চীনের ভূখণ্ডে অবস্থিত কারখানায়।
‘নির্ভরযোগ্য তথ্য ফাঁসকারী’দের বরাত দিয়ে ৯টু৫ম্যাক বলছে, আইপ্যাড এয়ার ৫ এর ফিচারগুলোর “অ্যাইপ্যাড মিনির (ষষ্ঠ প্রজন্ম) সঙ্গে মিল থাকবে”।
নতুন আইপ্যাড এয়ারে এ১৫ বায়োনিক চিপ, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ৫জি সংযোগ থাকতে পারে বলে বলে জানিয়েছে ৯টু৫ম্যাক। ‘সেন্টার স্টেজ’ সমর্থন থাকবে সামনের ক্যামেরায়; তবে, পেছনের অংশে সম্ভবত এক লেন্সের ক্যামেরাই থাকবে।
অ্যাপল কবে নাগাদ নতুন আইপ্যাড দেখাবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তথ্য ফাঁসকারীরা বলছেন চলতি বছরের বসন্তে আইফোন এসই ৩-এর সঙ্গে ডিভাইসটি উন্মোচন করবে অ্যাপল।
অন্যদিকে বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের এক সংবাদকর্মীর দেওয়া তথ্য বলছে, মার্চ বা এপ্রিল মাসেই আইফোন এসই ৩ দেখাবে মার্কিন টেক জায়ান্ট।
-
জনমতে প্রভাব বিস্তারে সার্চ ইঞ্জিন নির্ভরতা চীনের
-
রুশ ধনকুবেরদের জন্য ভারতীয় হ্যাকার ব্যবহার ইসরাইলের
-
অফিস সফটওয়্যারে এখনও আধিপত্য মাইক্রোসফটের
-
স্মার্টফোনের উৎপাদন কমাচ্ছে স্যামসাং
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- বরিশালে নিয়ন্ত্রণহারা বাস গাছে লেগে চুরমার, নিহত ১০
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
- সাভারে বিকল হয়েছিল যমুনা লাইনের বাসটি, ছুটছিল বেপরোয়া: যাত্রী
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’