কীভাবে ব্যবহার করবেন ইউটিউবের ‘পিকচার-ইন-পিকচার’

আপনি কি জানেন যে ইউটিউবে ‘পিকচার-ইন-পিকচার’ নামে একটি সহজ ফিচার রয়েছে যার মাধ্যমে ল্যাপটপ, পিসি বা মেবাইল ফোনে কোনো কাজ করার সময় পর্দার কোণে ইউটিউবের ভিডিওটিও দেখা যায়?

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 02:22 PM
Updated : 11 Jan 2022, 02:22 PM

ধরা যাক, আপনি ইমেইল দেখছেন এবং পাশাপাশি ইউটিউবের মাধ্যমে লাইভস্ট্রিম করা একটি ভিডিও’ও দেখতে চান। অথবা, কাজ করার সময় পছন্দের একটি ইউটিউব ভিডিও দেখতে চান।

যাই হোক, মোদ্দা কথা হচ্ছে, আপনি সহজেই ইউটিউবের ভিডিও অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপের পাশাপাশি পর্দার কোণে দেখতে পারেন।

আসুন দেখে নেই এজন্য কী কী করতে হবে-

যদি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন

  • ব্রাউজারে ইউটিউব খুলুন এবং আপনি অন্য কাজ করার সময় আপনি যে ভিডিওটি চালিয়ে রাখতে চান সেটি প্লে করা শুরু করুন।
  • ভিডিওতে মাউসের ডান বাটনে ক্লিক করুন। কিন্তু কোনো মেনুতে ক্লিক করবেন না।
  • ভিডিওর একটি ভিন্ন অংশে ফের মাউসের ডান বাটনে ক্লিক করুন।
  • মেনু থেকে “পিকচার-ইন-পিকচার”-এ ক্লিক করুন।
  • এখন আপনার পর্দার নিচের-ডান কোণে দেখতে পাবেন ভিডিওটি প্লে হচ্ছে।

খেয়াল রাখুন: ইউটিউব ওয়েব পেইজ বন্ধ করবেন না। এতে কোণের ভিডিওটিও চলে যাবে।

ভিডিওটি বন্ধ করতে কেবল আপনার ব্রাউজারে ইউটিউব ট্যাবে বন্ধ করুন।

অ্যান্ড্রয়েড ডিভাইসে

আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হ'ল ইউটিউব অ্যাপে 'পিকচার-ইন-পিকচার' ফিচারটি এনাবল আছে সেটি নিশ্চিত করা।

  • ডিভাইসের হোম স্ক্রিন খুলুন এবং সেটিংস আইকনটি ট্যাপ করুন (এটি দেখতে একটি গিয়ার চাকার মতো)।
  • অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস ট্যাপ করুন।
  • এতে ইউটিউব অ্যাপ্লিকেশনে ট্যাপ করুন।
  • অ্যাডভান্সড ট্যাপ করুন।
  • পিকচার-ইন-পিকচার ট্যাপ অপশন অন না থাকলে চালু করুন।

এখন, 'পিকচার-ইন-পিকচার' চালু করতে-

ইউটিউব অ্যাপ্লিকেশন খুলুন এবং আপনি যে ভিডিওটি প্লে করতে চান তা প্লে করা শুরু করুন।

ভিডিওটি প্লে হওয়ার সময় ডিভাইসের হোম বোতামটি ট্যাপ করুন।

ব্যাস। আপনার এখন আপনার পর্দার নিচের-ডান কোণে ভিডিওটি দেখতে পাবেন।

খেয়াল রাখুন: ভিডিওটি বন্ধ করতে কেবল এটিতে ট্যাপ করুন এবং তারপরে উপরের-ডান কোণে এক্স ট্যাপ করুন।

আইফোন এবং আইপ্যাডে

এই ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।