‘গ্র্যান্ড থেফট অটো’ নির্মাতার মালিকানায় যাচ্ছে ‘জিংগা’

সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের জনপ্রিয় গেইম ‘ফার্মভিল’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘জিংগা’-কে কিনে নিচ্ছে আরেক জনপ্রিয় ভিডিও গেইম ‘গ্র্যান্ড থেফট অটো’র নির্মাতা প্রতিষ্ঠান ‘টেক-টু’। স্মার্টফোন গেইমিংয়ের ঊর্ধ্বমুখী বাজারে অবস্থান গড়তে চাইছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2022, 02:52 PM
Updated : 10 Jan 2022, 02:52 PM

সোমবার ‘জিংগা’-কে কেনার ঘোষণা দিয়েছে ‘টেক-টু’, এক হাজার ১০৪ কোটি ডলারে  মালিকানা হাতবদল হবে বলে জানিয়েছে রয়টার্স। ‘গ্র্যান্ড থেফট অটো’ ছাড়াও ‘রেড ডেড রিডেম্পশন’ গেইমটির জন্যেও আলাদা পরিচিতি আছে প্রতিষ্ঠানটির।

‘জিংগা’র প্রতি শেয়ারের জন্য ৯.৮৬ ডলার দেবে ‘টেক-টু’। শেয়ারবাজারে দিনের লেনদেন শেষ হওয়ার আগেই ৫০ শতাংশ বেড়েছে জিংগা শেয়ারের দাম; অন্যদিকে ‘টেক-টু’ শেয়ারের দাম কমেছে ৯ শতাংশ।

পিসি বা গেইমিং কনসোলের জন্য গেইম নির্মাতাদের মোবাইল প্ল্যাটর্মের প্রতি আগ্রহ দেখানোর প্রথম ঘটনা নয় এটি।  গেল বছর ২৪০ কোটি ডলারে ‘গ্লু মোবাইল’ কিনেছিল শীর্ষস্থানীয় গেইম নির্মাতা ‘ইলেকট্রনিক আর্টস (ইএ)’।

রয়টার্স বলছে, মহামারীর কারণে লকডাউন চলাকালীন গেইমিংয়ের দিকে ঝুঁকেছেন ঘরবন্দী অনেকেই। ওই সৌখিন গেইমারদের একটা বড় অংশ এখন চলার পথে মোবাইল ডিভাইসে গেইম খেলার প্রতি ঝুঁকছেন।

গেইমারদের মধ্যে মোবাইল ডিভাইসের প্রতি ঝোঁক এবং ‘জিংগা’ ক্রয় প্রসঙ্গে ‘টেক-টু’র প্রধান নির্বাহী স্ট্রাউস জেলনিক এক বিবৃতিতে বলেন, “এই কৌশলগত জোট আমাদের সেরা কনসোল এবং পিসি ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটি বৈচিত্রময় মোবাইল প্রকাশনা প্ল্যাটফর্ম যার উদ্ভাবন এবং সৃজনশীলতার লম্বা ইতিহাস আছে, একসঙ্গে নিয়ে আসবে।” 

সম্প্রতি জে.পি. মর্গানের কাছ থেকে ২৭০ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে ‘টেক-টু’। ‘জিংগা’ মালিকানা হাতবদল চুক্তির বাকি অর্থ ‘টেক-টু’ নিজের পকেট থেকেই শোধ করবে বলে জানিয়েছে রয়টার্স।