সামরিক পেটেন্ট গোপন রাখলে ক্ষতিপূরণ দেবে জাপান সরকার

জাপান নতুন এক আইন করতে যাচ্ছে যার আওতায় বিশেষ কিছু পেটেন্ট গোপন রাখার শর্তে পেটেন্ট মালিক প্রতিষ্ঠানগুলোকে দেশটির সরকার ক্ষতিপূরণ দেবে। সামরিক ক্ষেত্রে প্রয়োগযোগ্য  পেটেন্ট এই আইনের আওতায় আসবে।

প্রযুক্তি সম্পাদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2021, 09:56 AM
Updated : 26 Dec 2021, 09:56 AM

প্রস্তাবিত অর্থনৈতিক নিরাপত্তা আইনের আওতায় যে পেটেন্টগুলি অন্তর্ভুক্ত থাকবে তার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট প্রযুক্তি। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক উদ্ভাবন থাকার সম্ভাবন থাকতে পারে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য দৈনিক নিককেই।

এ বিষয়ে যোগাযোগ করলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং জাপান পেটেন্ট অফিস তাৎক্ষণিকভাবে কর্মঘণ্টার বাইরে মন্তব্য করেনি বলে উল্লেখ করেছে রয়টার্স।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত মাসে দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে নীতিগত অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।

নিককেই- জানিয়েছে, জাপান সরকার এই আইনের আওতায় পড়া প্রতিষ্ঠানগুলোকে প্রায় ২০ বছরের লাইসেন্সিং আয়ের ক্ষতিপূরণ দেবে।

প্রতিবেদন অনুসারে, আগামী মাসের শুরুতেই আইনটির কাঠামো প্রকাশ করবে সরকার। এরই মধ্যে প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় পেশ করার দিন ঠিক করা হয়েছে। আইনটি ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া অর্থবছরে কার্যকর হওয়ার কথা রয়েছে।