টুইট করে শেয়ার বিক্রির ঘটনায় নতুন বিপাকে মাস্ক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2021 06:33 PM BdST Updated: 18 Dec 2021 06:33 PM BdST
নভেম্বর মাসে টুইটার ফলোয়ারদের মতামতের ভিত্তিতে টেসলা শেয়ার বিক্রি করে আলোড়ন তুলেছিলেন ইলন মাস্ক। ওই ঘটনায় টেসলা ও মাস্ক মার্কিন বাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পূর্বনির্ধারিত সমঝোতা লঙ্ঘন করেছে কি না, সেটি তদন্ত করে দেখতে মামলা করেছেন এক টেসলা বিনিয়োগকারী।
মার্কিন বাজার নিয়ন্ত্রকদের সঙ্গে ২০১৮ সালে যে সমঝোতা হয়েছিল, মাস্ক ও টেসলার পরিচালনা পর্ষদ সেই বিশ্বস্ততা বজায় রাখার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন কি না, সেটি যাচাই করতে অভ্যন্তরীণ নথিপত্রে প্রবেশাধিকার চেয়েছেন টেসলা বিনিয়োগকারী ডেভিড ওয়াগনার।
২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একটি মামলার নিস্পত্তি করতে সমঝোতায় গিয়েছিলেন মাস্ক। টেসলা-কে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান করা প্রসঙ্গে তার টুইট নিয়েই খেপেছিল এসইসি। এসইসি’র সঙ্গে করা ওই সমঝোতায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য টুইট করার আগে আইনজীবীদের কাছ থেকে অনুমোদন নিতে রাজি হয়েছিলেন মাস্ক।
নভেম্বরে টুইটার ফলোয়ারদের মতামতের ভিত্তিতে শেয়ার বিক্রি করে নতুন জটিলতার জন্ম দিয়েছেন মাস্ক। মাস্ক টুইট করার আগ পর্যন্ত সর্বোচ্চ দামে লেনদেন হওয়ার পথে ছিল টেসলা শেয়ার। টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেবেন কি না– ৬ নভেম্বর মাস্ক টুইটারে এই প্রশ্ন তোলার পরপরই শেয়ার বাজারে টেসলা শেয়ায়ের দাম পড়ে যায় এক-চতুর্থাংশ।
ওই পোস্টের পর থেকে এখন পর্যন্ত এক হাজার চারশ’ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক।
ডেভিড ওয়াগনার মামলাটি করেছেন বৃহস্পতিবার। মাস্কের টুইটের সঙ্গে সংশ্লিষ্ট সকল নথি দেখতে চেয়েছেন তিনি। মাস্কের শেয়ার বিক্রি বিষয়ক টুইটগুলোর ব্যাপারে আইনজীবীরা আগে থেকে জানতেন কি না, বা সঠিকভাবে অনুমোদন দাওয়া হয়েছিল কি না, সেটি যাচাই করে দেখতে চান টেসলার ওই বিনিয়োগকারী।
এ বছরের মার্চ মাসেই মাস্ক ও টেসলার পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মামলা করেছিলেন প্রতিষ্ঠানের আরেক বিনিয়োগকারী। ওই বিনিয়োগকারীর অভিযোগ ছিল, মাস্ক এসইসি’র সঙ্গে ২০১৮ সালের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে বিনিয়োগকারীদের কয়েকশ’ কোটি ডলার ক্ষতির মুখে ফেলেছেন।
-
ডেটিং অ্যাপে বিকল্প লেনদেনে সাময়িক অনুমোদন গুগলের
-
চীনের বাইরে উৎপাদন বাড়াতে চায় অ্যাপল
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
-
মাস্কের ইমেজের আঁচড় লাগছে টেসলার গায়ে
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ