নিজেই অ্যান্টি ড্রোন প্রযুক্তি তৈরি করছে ভারত: অমিত শাহ

সীমান্তে ড্রোনের ক্রমবর্ধমান হুমকি ব্যর্থ করতে ভারত নিজেই প্রযুক্তি তৈরি করছে। শীঘ্রই এটি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আসবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 04:50 PM
Updated : 5 Dec 2021, 04:50 PM

পশ্চিমে সীমান্ত শহর জয়সালমিরে অমিত শাহ বিএসএফ সদস্যদের বলেন, “ড্রোনের হুমকি মোকাবেলায়, বিএসএফ, এনএসজি এবং ডিআরডিও একসঙ্গে ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে।” রোববার ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বক্তব্য রাখছিলেন-- জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

“আমাদের বিজ্ঞানীদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। খুব শীঘ্রই আমাদের দেশে একটি দেশীয় ড্রোন বিরোধী ব্যবস্থা থাকবে।"

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে এই প্রথম বিএসএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, “দিল্লিতে নয়, যে সব জায়গায় বাহিনীর জওয়ানরা প্রতিদিন সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন, সেখানে এই আয়োজন হওয়া উচিত।