চীনে ‘মডেল ওয়াই’-এ এএমডি’র চিপ ব্যবহার করছে টেসলা

চীনে রপ্তানি করা ‘টেসলা মডেল ওয়াই’-এর ইনফোটেইনমেন্ট সিস্টেমে এএমডি রাইজেন প্রসেসর ব্যবহার করছে টেসলা। এতোদিন এ মডেলটিতে ইনটেলের সিপিইউ ব্যবহার করতো মার্কিন এ বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2021, 12:21 PM
Updated : 29 Nov 2021, 12:21 PM

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদন বলছে, বাড়তি কম্পিউটার সক্ষমতার বিষয়টি হয়তো চোখে পড়তে পারে নতুন টেসলা মালিকদের। তবে, টেসলা ‘মডেল ওয়াই’-তে সর্বশেষ ‘মডেল এস’ এবং ‘এক্স’-এ থাকা রাইজেন এপিইউ ব্যবহার করা হয়েছে কি না তা জানা যায়নি।

এএমডি-তে পরিবর্তনটি কি শুধু চীনের জন্য না কি বিশ্বের অন্যান্য স্থানেও হবে, তা-ও পরিষ্কার না এখনও। বর্তমানে টেসলার কোনো জনসংযোগ বিভাগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে সংবাদকর্মীদের মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।

টেসলার চিপ পরিবর্তনের মূল কারণ এখনও পরিষ্কার নয়। বৈশ্বিক চিপ সঙ্কটের মুখে টেসলা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অথবা খরচ কমানোর জন্য এএমডির শরণাপন্ন হয়েছে-- এমনটাও হতে পারে বলে মন্তব্য করেছে এনগ্যাজেট। ।