ছয় ইমোজিতে সীমাবদ্ধ থাকবে হোয়াটসঅ্যাপের ‘মেসেজ রিঅ্যাকশনস’
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2021 03:35 PM BdST Updated: 29 Nov 2021 03:35 PM BdST
এবার হোয়াটসঅ্যাপেও ‘মেসেজ রিঅ্যাকশনস’ ফিচার যোগ হচ্ছে বলে জোর গুঞ্জন চলছে প্রযুক্তি পণ্যের বাজারে। ফিচারটি বাজারে আসলে, মেসেঞ্জার, স্ল্যাক বা ডিসকর্ডের মেসেজিং সেবার মতো ইমোজি দিয়েই বন্ধুদের মেসেজে ‘রিঅ্যাক্ট’ করতে পারবেন ব্যবহারকারী।
হোয়াটসঅ্যাপে ‘মেসেজ রিঅ্যাকশনস’ ফিচার যোগ হচ্ছে বলে খবর রটেছিল অগাস্ট মাসে। সেসময় অ্যান্ড্রয়েডবিষয়ক সাইট ‘ডব্লিউএবেটাইনফো’ জানিয়েছিল, নতুন ফিচারটি যোগ হবে হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। এবার ‘মেসেজ রিঅ্যাকশনস’-এর ব্যবহার প্রক্রিয়া ও কার্যপরিধি নিয়ে আরও তথ্য দিয়েছে সাইটটি।
সাইটটি বলছে, ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে ‘মেসেজ রিঅ্যাকশনস’ ফিচার। ‘রিঅ্যাক্ট’ করার ক্ষেত্রে নাম গোপনের কোনো সুযোগ পাবেন না ব্যবহারকারী। তবে নতুন ফিচারটির কিছু সীমাবদ্ধতাও আছে বলে জানিয়েছে সাইটটি।
ডব্লিউএবেটাইনফো বলছে, মেসেজে একবারের বেশি ‘রিঅ্যাক্ট’ করতে পারবেন না ব্যবহারকারী। এক্ষেত্রে ব্যবহারকারী কেবল ছয়টি ইমোজি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, বিপুল সংখ্যক ইমোজি থেকে নিজের পছন্দমতো ইমোজি বেছে নিয়ে বা ‘কাস্টোম রিঅ্যাকশন’-এর জন্য ইমোজি বেছে নেওয়ার সুযোগ পাবেন না ব্যবহারকারী।
এছাড়াও একটি মেসেজের সবগুলো ‘রিঅ্যাকশন’ একসঙ্গে দেখার অথবা নির্দিষ্ট একটি ইমোজি দিয়ে বাকিগুলো ফিল্টার করে দেখার সুবিধা পাবেন ব্যবহারকারী।
তবে, অ্যান্ড্রয়েডবিষয়ক আরেক সাইট ‘অ্যান্ড্রয়েড অথরিটি’ জানিয়েছে, বাজারে ব্যাপক গুঞ্জন চললেও হোয়াটসঅ্যাপ কবে নাগাদ ফিচারটির আনুষ্ঠানিকভাবে বাজারজাত করবে, সেই তথ্য এখনও জানা যায়নি। ডব্লিউএবেটাইনফো বলছে, অ্যান্ড্রয়েড ও আইওএস, উভয় প্ল্যাটফর্মের জন্যই ফিচারটি নির্মাণ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে