জিফি ও মেটা’র চুক্তি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বয়ের লক্ষ্য নিয়ে জিফ প্ল্যাটফর্ম ‘জিফি’ কিনে যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক সংস্থার তদন্তের মুখে পড়েছিল শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুক। পর্যবেক্ষকদের আশঙ্কা ছিল, ফেইসবুকের একচেটিয়া আধিপত্য বিস্তার চেষ্টার অংশ ওই অধিগ্রহণ চুক্তি। খবর রটেছে, তদন্ত শেষে ওই অধিগ্রহণ চুক্তি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক সংস্থা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2021, 07:54 AM
Updated : 29 Nov 2021, 07:54 AM

যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেট অথরিটি (সিএমএ)’ মেটা প্ল্যাটফর্মস (তৎকালীন ফেইসবুক) ও জিফি’র মধ্যকার অধিগ্রহণ চুক্তি বাতিল করতে যাচ্ছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যানশিয়াল টাইমস।

রয়টার্স বলছে, সিএমএ মেটা ও জিফি’র মধ্যকার চুক্তি বাতিল করলে ‘বিগ টেক’ হিসেবে পরিচিত শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কোনো অধিগ্রহণ চুক্তি বাতিলের প্রথম ঘটনা হবে এটি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফাইন্যানশিয়াল টাইমস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই অধিগ্রহণ চুক্তি আটকে দেওয়ার বিষয়ে জানাবে যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক সংস্থাটি।  

এই প্রসঙ্গে মেটা প্ল্যাটফর্মস এবং বাজার পর্যবেক্ষক সংস্থাটির প্রতিক্রিয়া জানতে চাইলেও কোনো উত্তর পায়নি রয়টার্স। 

২০২০ সালের অক্টোবরেই ফেইসবুককে ছয় কোটি ৭৩ লাখ ডলারের বেশি জরিমানা করেছিল যুক্তরাজ্যের কম্পিটিশন অ্যান্ড মার্কেট অথরিটি। ফেইসবুক জিফি অধিগ্রহণের ঘোষণা দেওয়ার পর তদন্তে নেমে নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছিল বাজার পর্যবেক্ষক সংস্থাটি। সেই নির্দেশ অমান্য করায় জরিমানা করা হয়েছিল ফেইসবুককে।

‘অ্যানিমেটেড ইমেজ’ বা জিফ শেয়ারিং সেবা হিসেবে বাজারে আলাদা পরিচিতি আছে জিফির। ২০২০ সালের মে মাসে ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বয়ের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কেনার ঘোষণা দিয়েছিল ফেইসবুক।