মোটোরোলাই আনছে দুইশ’ মেগাপিক্সেল ক্যামেরার প্রথম ফোন

স্যামসাংয়ের দুইশ’ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করে ফোন তৈরি করবে মোটোরোলা। এরপর বাজারে আসবে শাওমি’র নতুন স্মার্টফোন, তাতেও থাকবে নতুন ওই ক্যামেরা সেন্সর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 10:48 AM
Updated : 28 Nov 2021, 10:48 AM

স্যামসাংয়ের নতুন ক্যামেরা সেন্সরের ব্যাপারে খবর আসে চলতি বছরের সেপ্টেম্বরে। প্রতিষ্ঠানটি সে সময় ঘোষণা দিয়ে জানায়, দুইশ মেগাপিক্সেলের ‘আইএসওসেল এইচপি১’ সেন্সর তৈরির কথা। এর পরপরই ফোনের খবর জানালো ডেইলি পাইওনিয়ার, সিয়াসাত ডেইলি, টাইমস অফ ইন্ডিয়ার মতো একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

এখন, তথ্য ফাঁসকারী ‘আইস ইউনিভার্স’ জানাচ্ছেন, মোটোরোলাই প্রথমে নিজেদের ফোনে ব্যবহার করবে দুইশ মেগাপিক্সেলের সেন্সরটি। আগামী বছরের দ্বিতীয়ার্ধে শাওমি ফোনেও দেখা যাবে সেন্সরটিকে। আর স্যামসাংয়ের ফোনে সেন্সরটির দেখা মিলবে ২০২৩ সাল নাগাদ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নতুন ‘ক্যামিলিয়নসেল’ প্রযুক্তির দেখা মিলবে স্যামসাং নির্মিত আইএসওসেল এইচপি১ সেন্সরে। এটি দুই-বাই-দুই, চার-বাই-চার বা পুরো পিক্সেল বিন্যাস প্রক্রিয়ায় কাজ করে। পুরো ব্যাপারটিই নির্ভর করবে আশপাশের পরিবেশের উপর। সে অনুযায়ী ‘পিক্সেল বিনিং’ প্রক্রিয়া নির্বাচন করবে প্রযুক্তিটি।

স্যামসাংয়ের ঘোষণা বলছে, দুই-বাই-দুই পিক্সেল বিনিংয়ের কারণে এটির সেন্সর ৮কে সক্ষমতায় ভিডিও ধারণ করতে পারে। স্বল্প আলোতে এইচপি১ ১২.৫ মেগাপিক্সেল সেন্সরে পরিণত হয়। এটি ‘মালিস্যাম্পলিং’ সমর্থন করে যা প্রত্যেকটি পিক্সেলকে কয়েকবার করে পড়ে থাকে এবং সে অনুসারে গড় তৈরি করে।

অন্যদিকে, আইএসওসেল জিএন৫ সেন্সর জগতে প্রথম ১.০ আইএম ইমেজ সেন্সর যাতে ডুয়াল পিক্সেল প্রো রয়েছে। এটি সব দিকেই অটোফোকাস করতে পারে এমন এক প্রযুক্তি। এর বরাতে ক্যামেরার অটোফোকাসিং সক্ষমতা বাড়ানো যাবে।