বেইজিংয়ে হবে শাওমি’র কারখানা, বছরে তৈরি হবে তিন লাখ গাড়ি

চীনের বেইজিংয়ে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে শাওমি। কারখানাটি বছরে উৎপাদন করবে তিন লাখ গাড়ি। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন চীনা কর্তাব্যক্তিরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2021, 12:44 PM
Updated : 27 Nov 2021, 12:44 PM

রয়টার্সের প্রতিবেদন বলছে, কারখানাটি দুই ধাপে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে শাওমি। কারখানা বাদেও ‘বেইজিং ইকোনোমিক অ্যান্ড টেকনোলজিকাল ডেভেলপমেন্ট জোন’-এ নিজেদের গাড়ি বিভাগের প্রধান কার্যালয়, বিক্রি ও গবেষণা দপ্তর গড়ে তুলবে প্রতিষ্ঠানটি।

এ খবরটি নিজেদের দাপ্তরিক উইচ্যাট অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছে রাষ্ট্র সমর্থিত অর্থনৈতিক উন্নয়ন সংস্থা বেইজিং ই-টাউন। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ নাগাদ বড় মাপে কারখানাটি উৎপাদনে যেতে পারবে বলে অনুমান করছেন তারা।

এর আগে অক্টোবরে শাওমি প্রধান নির্বাহী লেই জুন-ও একই লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন।

নতুন গাড়ি নির্মাণ শিল্পে ১০ বছর সময় জুড়ে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করার কথাও চলতি বছরের মার্চে জানিয়েছিল শাওমি। পরে অগাস্টের শেষে এসে নিজেদের গাড়ি ব্যবসাকে নিবন্ধিত করেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্স উল্লেখ করেছে, স্মার্টফোনের বিক্রি প্রবৃদ্ধি বাড়াতে চীনে স্থানীয়ভাবে হাজারো বিক্রয়কেন্দ্রও স্থাপন করছে শাওমি। তবে, একটি পর্যায়ে গিয়ে এ বিক্রয়কেন্দ্রগুলোর মধ্য দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি যন্ত্রাংশ বিক্রির ইচ্ছা রয়েছে প্রতিষ্ঠানটির।