এবার ফোকসভাগেনে গেলেন অ্যাপলের ব্যাটারি উন্নয়ন প্রধান

কর্মস্থল পাল্টে ফোকসভাগেনে চলে গেছেন অ্যাপলের বৈশ্বিক ব্যাটারি উন্নয়ন প্রধান আন সুনহো। সাম্প্রতিক মাসগুলোতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কাছে দ্বিতীয়বারের মতো নির্বাহী হারালো প্রতিষ্ঠানটি। এর আগে সেপ্টেম্বরে ফোর্ড মোটর্সে পাড়ি জমিয়েছিলেন সাবেক অ্যাপল গাড়ি প্রকল্প প্রধান ডৌগ ফিল্ড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2021, 10:17 AM
Updated : 27 Nov 2021, 10:17 AM

আন সুনহো’র ফোকসভাগেনে পাড়ি জমানোর খবর জানা গেছে লিংকডইনের বরাতে। সুনহো নিজ লিংকডইন প্রোফাইলে চাকরি বদলের ব্যাপারটি উল্লেখ করার পর তা নজরে আসে সবার। রয়টার্সের প্রতিবেদন বলছে, ফোকসভাগেনে বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি উন্নয়ন বিভাগের নেতৃত্ব দেবেন সুনহো।

সাবেক এ অ্যাপল নির্বাহীর লিংকডইন প্রোফাইল বলছে, নতুন প্রতিষ্ঠানে প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন তিনি। অ্যাপলে ২০১৯ সালে যোগ দিয়েছিলেন সুনহো। তার আগে ছিলেন স্যামসাং এসডিআই-এর পরবর্তী প্রজন্মের ব্যাটারি বিভাগে।

অ্যাপল নিজেদের মোবাইল ফোন ও ল্যাপটপের মতো পণ্যে ব্যাটারি ব্যবহার করে থাকে। আগামীতে নিজেদের বিদ্যুচ্চালিত গাড়িতেও ব্যাটারি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। শিল্প সূত্ররা গত বছরই অ্যাপলের গাড়ি তৈরি প্রকল্পের ব্যাপারে জানিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, উন্নত ব্যাটারি প্রযুক্তির বিদ্যুচ্চালিত গাড়ি নিয়ে ২০২৪ সালেই বাজারে হাজির হবে অ্যাপল।

সুনহো প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। অন্যদিকে, ফোকসভাগেনও এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি।

ফোকসভাগেন এ দশকের শেষের মধ্যেই অংশীদারদের সঙ্গে মিলে ইউরোপে জুড়ে ছয়টি ব্যাটারি কারখানা গড়ে তুলতে চাইছে। নিজেদের পরিকল্পনা সবিস্তারে তুলেও ধরেছে প্রতিষ্ঠানটি। বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে টেসলাকে ছাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।