টিকটকের আদলে ভিডিও ফিড নিয়ে পরীক্ষা চালাচ্ছে স্পটিফাই
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2021 07:24 PM BdST Updated: 25 Nov 2021 07:24 PM BdST
-
ছবি: রয়টার্স
আইওএস অ্যাপের বেটা সংস্করণে গান চলতে থাকা অবস্থায় পুরো স্ক্রিন জুড়ে ভিডিও দেখানোর ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে স্ট্রিমিং সেবা স্পটিফাই। নতুন ভিডিও ফিডটি স্পটিফাইয়ের নেভিগেশন বারে যোগ হয়েছে ‘ডিসকভার’ নামের চতুর্থ ট্যাবে।
নতুন ভিডিও ফিচার নিয়ে পরীক্ষা চালানোর খবর নিশ্চিত করেছে স্পটিফাই। তবে ফিচারটি কবে নাগাদ সব প্ল্যাটফর্মের জন্য বাজারজাত করা হতে পারে-- সে ব্যাপারে কিছু বলেনি শীর্ষ স্ট্রিমিং সেবাটি।
আইওএস অ্যাপের বেটা সংস্করণে ভিডিও ফিড স্ক্রল করতে করতেই পছন্দের গানে ‘লাইক’ দিতে পারবেন ব্যবহারকারী-- জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। প্রতিটি গানের জন্য তিন ডটের আলাদা মেনুও আছে বলে জানিয়েছে সাইটটি।
এ প্রসঙ্গে স্পটিফাই মুখপাত্র বলেন, “স্পটিফাইয়ে আমরা নিয়মিতই ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নয়ন চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষা চালাই। ওই পরীক্ষাগুলোর মধ্যে কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতায় যোগ হয় এবং বাকিগুলো গুরুত্বপূর্ণ নতুন কিছু শেখার সুযোগ দেয়।”
আইওএস অ্যাপে প্রায় একই রকমের ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে স্ট্রিমিং সেবা নেটফ্লিক্সও। সেবাটির নতুন ‘কিডস ক্লিপস’ ফিচারটি শিশুবান্ধব অনুষ্ঠানের ভিডিও ক্লিপ দেখায়। বছরের শুরুতেই ‘ফাস্ট লাফ’ নামের আরেকটি ফিচার চালু করেছে নেটফ্লিক্স।
ভার্জ বলছে, স্পটিফাই ও নেটফ্লিক্সের এ কাজগুলোর পেছনে টিকটকের ব্যাপক সাফল্যের ভূমিকা রয়েছে। টিকটকে ব্যবহারকারীদের ‘এনগেজমেন্ট’ এতোটাই বেশি যে, এমনকি সামাজিক মাধ্যম নয় এমন প্ল্যাটফর্মগুলোও প্রতিষ্ঠানটির ফরম্যাট নিজেদের সেবায় প্রয়োগ করতে চাইছে।
স্পটিফাইয়ের ‘ক্যানভাস’ ফিচারের উপর ভিত্তি করে নতুন ‘ডিসকভার’ বানানো হয়েছে বলে জানিয়েছে ভার্জ। ‘ক্যানভাস’ ফিচারে গান চলতে থাকা অবস্থায় শ্রোতাকে ভিডিও দেখাতে পারেন শিল্পীরা। আরেক প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ বলছে ‘ক্যানভাস’ ফিচারের জন্য ব্যবহৃত ভিডিওগুলোই আপাতত ‘ডিসকভার’ ফিডে দেখানো হচ্ছে বলে মনে হচ্ছে।
-
অ্যামাজনের টিভি সিরিয়াল ‘দেখা যাবে’ মহাকাশ থেকে
-
মহাকাশ স্টেশনে পৌঁছেছে বোয়িংয়ের ক্যাপসুল
-
ডেটিং অ্যাপে বিকল্প লেনদেনে সাময়িক অনুমোদন গুগলের
-
চীনের বাইরে উৎপাদন বাড়াতে চায় অ্যাপল
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল