এবার এনএসও গ্রুপের বিরুদ্ধে মার্কিন আদালতে অ্যাপল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2021 07:32 PM BdST Updated: 24 Nov 2021 07:32 PM BdST
-
ছবি: রয়টার্স
ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা এনএসও গ্রুপ ও তাদের মূল প্রতিষ্ঠান ওএসওয়াই টেকনোলজিসের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এনএসও গ্রুপ পেগাসাস স্পাইওয়্যার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের উপর নজরদারি চালানোর অভিযোগ তুলেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ভবিষ্যত ঝুঁকি এড়াতে অ্যাপল সফটওয়্যার, সেবা বা ডিভাইস ব্যবহারে এনএসও গ্রুপের উপর নিষেধাজ্ঞাও চাইছে আইফোন নির্মাতা অ্যাপল।
নভেম্বর মাসেই এনএসও গ্রুপকে কালো তালিকাভূক্ত করেছে মার্কিন কর্তৃপক্ষ। পেগাসাস হ্যাকিং টুল ব্যবহার করে সংবাদকর্মী ও অধিকারকর্মীদের উপর বেআইনি নজরদারি চালানোর অভিযোগ রয়েছে এনএসও গ্রুপের বিরুদ্ধে। ইসরায়েলি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মুখ খুলেছে মাইক্রোসফট, মেটা প্ল্যাটফর্ম, এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মতো একাধিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান।
ওই প্রতিষ্ঠানগুলোর পণ্যের নিরাপত্তা ব্যবস্থা পাশ কাটানোর উপায় খুঁজে বের করে তা ডিভাইস হ্যাকিংয়ের টুল হিসেবে বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রির অভিযোগ রয়েছে এনএসও গ্রুপের বিরুদ্ধে।
তবে এনএসও গ্রুপ বলছে, কেবল সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই নিজেদের পন্য বিক্রি করে তারা। পণ্যের অপব্যবহার ঠেকাতে যথাযথ ব্যবস্থা রাখার কথাও বলেছে প্রতিষ্ঠানটি। তাদের হ্যাকিং টুল ব্যবহারের মাধ্যমে “হাজারো জীবন” বাঁচানো সম্ভব হয়েছে বলে দাবি করে থাকে এনএসও গ্রুপ।
“শিশু নিপীড়ক এবং সন্ত্রাসীরা প্রযুক্তির নিরাপদ জগতে ইচ্ছামতো কাজ করে। আমরা সরকারগুলোকে এটি মোকাবেলার বৈধ টুল দেই। এনএসও গ্রুপ সত্যের পক্ষে কথা বলে যাবে।”-- এক বিবৃতিতে বলেছেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।
ক্যালিফোর্নিয়ার আদালতে দায়ের করা মামলায় অ্যাপল বলেছে, এনএসও গ্রুপের টুল “২০২১ সালে অ্যাপল ক্রেতাদের টার্গেট করে আক্রমণে” ব্যবহৃত হয়েছে এবং “মার্কিন নাগরিকরা এনএসও’র স্পাইওয়্যারের নজরদারিতে পড়েছেন যা দেশের সীমানা পেরিয়ে যেতে সক্ষম এবং গেছেও।”
অ্যাপল বলছে, সাইবার আক্রমণের জন্য একশ’রও বেশি ভুয়া অ্যাপল আইডি তৈরি করেছিল এনএসও। আইফোন নির্মাতার দাবি, তাদের সার্ভার হ্যাক করেনি এনএসও, তবে অ্যাপলের সার্ভারের অপব্যবহার করে অ্যাপল ক্রেতাদের উপর আক্রমণ চালিয়েছে গ্রুপটি।
এনএসও গ্রুপ সাইবার আক্রমণগুলোতে সক্রিয় পরামর্শকের ভূমিকা পালনের অভিযোগও অ্যাপল তুলেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এনএসও গ্রুপ বরাবরই দাবি করে আসছে, তারা কেবল সাইবার টুল বিক্রি করে, ক্রেতার কর্মকাণ্ডে অংশ নেয় না তারা।
“মামলার বিবাদী প্রতিষ্ঠান অস্ত্র প্রতিযোগিতায় অংশ নিতে অ্যাপলকে বাধ্য করেছে-- অ্যাপল যদিও নিজস্ব ডিভাইসের জন্য নিরাপত্তা জটিলতার সমাধান ও উন্নয়ন নিয়ে কাজ করে, বিবাদী প্রতিনিয়ত নিজেদের ম্যালওয়্যার আপগ্রেড করে অ্যাপলের নিজস্ব সিকিউরিটি আপডেটকে পরাস্ত করার চেষ্টা করেছে।”-- অভিযোগ অ্যাপলের।
তবে, আইওএস ১৫ ব্যবহারকারী ডিভাইসে এনএসও গ্রুপের টুল ব্যবহারের কোনো ইঙ্গিত এখনও মেলেনি বলে জানিয়েছে অ্যাপল। মামলার ক্ষতিপূরণ হিসেবে পাওয়া অর্থসহ আরও ১ কোটি মার্কিন ডলার সিটিজেন ল্যাবের মতো সাইবার নিরাপত্তা গবেষকদের দান করার কথা জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
-
প্রতিদিন ৩৭৬ বার শেয়ার হয় একজন ইউরোপীয়র তথ্য
-
উত্তর কোরিয়ার আইটি কর্মী নিয়োগে সতর্কতা যুক্তরাষ্ট্রের
-
টুইটারের দাম কমানোর ইঙ্গিত মাস্কের কণ্ঠে
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ