রয়টার্স জানিয়েছে, প্রণোদনার অংশ হিসেবে ৪০ হাজার কোটি ইয়েন টিএসএমসি’র নতুন কারখানায় বিনিয়োগ করবে জাপান সরকার। দক্ষিণপশ্চিম জাপানের কুমামোতোতে স্থাপন করা হবে কারখানাটি।
নভেম্বরের শুরুতেই জাপানের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান সনি’র সঙ্গে জোট বেঁধে সাতশ’ কোটি ডলার বিনিয়োগে নতুন সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের খবর জানিয়েছিল টিএসএমসি।
রয়টার্স জানিয়েছে, জাপান সরকারের বরাদ্দকৃত তহবিলের বাকি অংশ খরচ করা অন্যান্য কারখানা স্থাপন প্রকল্পে, বিবেচনাধীন রয়েছে ওই প্রকল্পগুলো। বিবেচনাধীন প্রকল্পের তালিকায় মার্কিন চিপ নির্মাতা মাইক্রন টেকনোলজি ইনকর্পোরেটেড এবং জাপানের কিওশিয়া হোল্ডিংস-ও আছে বলে জানিয়েছে রয়টার্স।
৮০’র দশক থেকেই বিশ্বের শীর্ষ চিপ উৎপাদকের স্থানটি জাপানের দখলে রয়েছে। তবে রয়টার্স বলছে, তিন দশক ধরে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়া শুরু করেছে জাপানের উৎপাদন খাতটি। অন্যদিকে উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে তাইওয়ানের মতো অন্যান্য উৎপাদক দেশগুলো।
এই প্রসঙ্গে টিএসএমসি, মাইক্রন ও কিওশিয়া তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রয়টার্সকে।