মেসেঞ্জার-ইনস্টাগ্রামে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ২০২৩-এর আগে নয়
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2021 03:27 PM BdST Updated: 22 Nov 2021 03:27 PM BdST
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মেসেজিং সেবায় ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা যোগ করার সুযোগ থাকলেও আপাতত ‘ডিফল্ট’ ফিচার হিসেবে যোগ হচ্ছে না এটি। ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলছে, ২০২৩ সালের আগে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সেবা যোগ করার কোনো পরিকল্পনা নেই।
২০২০ সালে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মেসেজিং সংযুক্ত করে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে মেসেজ পাঠানোর ফিচার যোগ করেছে ফেইসবুক। সব প্ল্যাটফর্ম মিলিয়ে একটি একীভূত মেসেজিং সেবা দাঁড় করানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা আগে থেকে চালু থাকলেও মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ২০২৩ সালের আগে ফিচারটি চালু করার কোনো পরিকল্পনা মেটা’র নেই বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
মেটা বলছে, “জননিরাপত্তা নিশ্চিত করার চেষ্টায় সহযোগিতা” করার পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপদ রাখতে চায় তারা। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে দেওয়া এক পোস্টে মেটা’র নিরাপত্তা প্রধান অ্যান্টিগনি ডেভিস এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবার বিলম্বের কারণ হিসেবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলেছেন। ডেভিস বলছেন, নিজস্ব প্ল্যাটফর্মে অপরাধী কর্মকাণ্ড মোকাবেলার সক্ষমতা খর্ব করতে চায় না মেটা।

ছবি: রয়টার্স
চলতি বছরেই এক ব্লগ পোস্টে মেটা বলেছিল, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হলেও তা ২০২২ এর আগে নয়। কিন্তু ডেভিস এখন বলছেন কাজটি “ঠিকভাবে” করতে চান তারা, তাই ফিচারটির অভিষেকের আনুমানিক সময় পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৩ সালে।
বিবিসি জানিয়েছে, ২০২৩ সালে কার্যকর হবে যুক্তরাজ্যের ‘অনলাইন সেইফটি বিল’। অনলাইনের শিশুদের নিরাপদ রাখতে এবং নিপীড়নমূলক কন্টেন্টের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করবে আইনটি। নতুন আইনটিও মেটা’র বিলম্বের কারণ হতে পারে বলে মন্তব্য করেছে বিবিসি।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি পাটেল এর আগেও অপরাধীদের এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। বিবিসি’র প্রতিবেদন বলছে, এই প্রযুক্তি অনলাইনে শিশু নিপীড়নের মোকাবেলা আরও কঠিন করে তুলতে পারে বলে মনে করেন পাটেল।
“দূঃখের বিষয় হচ্ছে, যখন আমাদের আরও বেশি তৎপর হওয়া প্রয়োজন… ফেইসবুক এখনও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে যাতে এখন পর্যন্ত হওয়া অগ্রগতি ঝুঁকির মুখে পড়ছে।”-- বিবিসি’কে বলেন পাটেল।
গেল বছর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, কানাডা, ভারত এবং জাপানের সঙ্গে জোট বেঁধে এনক্রিপশন প্রযুক্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে ‘ব্যাকডোর অ্যাক্সেস’ দাওয়ার আহ্বানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। সফল হলে, আদালতের সমনের ভিত্তিতে এনক্রিপ্টেড মেসেজ ও ফাইল দেখার সুযোগ পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
-
মহাকাশ স্টেশন থেকে ফিরলো বোয়িংয়ের ক্যাপসুল
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ‘ঘুষ সেধেছিল ইরান’
-
অবশেষে কপি, পেস্ট শর্টকাট আসছে গুগল ড্রাইভে
-
টুইটারের বিনিয়োগকারীর মামলা মাস্কের বিরুদ্ধে
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
-
মহাকাশ স্টেশন থেকে ফিরলো বোয়িংয়ের ক্যাপসুল
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ঘুষ সাধার অভিযোগ ইরানের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম