জিটিএ’র রিমাস্টার্ড সংস্করণ নিয়ে ক্ষমা চেয়েছে রকস্টার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2021 06:18 PM BdST Updated: 21 Nov 2021 06:18 PM BdST
-
ছবি: রকস্টার
গ্র্যান্ড থেফট অটো ট্রিলজির ‘ডেফিনিটিভ’ সংস্করণ উন্মুক্তকরণের শুরুতেই নানা বিষয়ে ভজঘট পাকানো নিয়ে ক্ষমা চেয়েছে প্রকাশক রকস্টার। রিমাস্টার্ড সংস্করণের নানা ত্রুটি কয়েক দিনের মধ্যে সমাধান করার ও গেইমগুলোর মূল পিসি সংস্করণ বিভিন্ন প্ল্যাটফর্মে বান্ডল হিসেবে “দ্রুত” ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি গ্র্যান্ড থেফট অটো সিরিজের তিনটি গেইমের নতুন ‘ডেভিনিটিভ’ সংস্করণ বাজারজাত করেছিল রকস্টার। একই সময়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয় গেইমগুলোর মূল সংস্করণ। মুক্তির প্রথম থেকেই ‘ডেভিনিটিভ’ সংস্করণ নিয়ে জটিলতার মুখে পড়েন গেইমাররা। গেইম লঞ্চার থেকে শুরু করে রিমাস্টার্ড গেইমগুলোর ভেতরেও নানা ত্রুটি ধরা পড়ে গেইমারদের কাছে।
এমন পরিস্থিতিতে রকস্টার এক ব্লগ পোস্টে বলেছে, “প্রথমেই গেইমগুলো খেলার সময় যারা
জটিলতার মুখে পড়েছেন তাদের কাছে ক্ষমা চাইছি আমরা। গ্র্যান্ড থেফট অটো সিরিজ-- যে গেইমগুলো এই আইকনিক ট্রিলজির মূলে-- আমরা জানি যে আমাদের কাছে এবং বিশ্বব্যাপী এর ভক্তদের কাছে কতোটা গুরুত্বপূর্ণ। গেইমগুলোর আপডেটেড সংষ্করণ এমন অবস্থায় বাজারে আসেনি যা আমাদের বা আমাদের ক্রেতাদের প্রত্যাশিত মানের সঙ্গে মঞ্জস্যপূর্ণ নয়।”
“আগামীতে গেইমগুলোর কারিগরি ত্রুটি দূর করে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে আমাদের।”-- বলেছে রকস্টার।
আপডেটের পরিকল্পনার কথা বললেও, আপডেটগুলো কবে নাগাদ বাজারে আসবে, সে প্রসঙ্গে কিছু বলেনি প্রতিষ্ঠানটি। গেইমগুলোর মূল পিসি সংস্করণের মালিক যে গেইমাররা, অথবা ২০২২ সালের ৩০ জুনের আগে মূল পিসি সংস্করণ কিনলে ক্রেতা নতুন আপডেটগুলো বান্ডল হিসেবে বিনা খরচে পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। তবে, বান্ডলগুলো কবে নাগাদ বাজারে আসবে, সে প্রসঙ্গেও কিছু জানায়নি রকস্টার।
১১ নভেম্বরে জিটিএ ট্রিলজির’র নতুন সংস্করণ বাজারে উন্মুক্ত করেছিল রকস্টার। শুরু থেকেই বাগ ও নানা ত্রুটির মুখে পড়ছিলেন গেইমাররা। গেইমগুলোর পিসি সংস্করণের বিক্রি “অনিচ্ছাকৃতভাবে জুড়ে দেওয়া ফাইল” সরানোর কথা বলে কয়েক দিনের জন্য বন্ধও রেখেছিল রকস্টার।
ভার্জ বলছে, মুক্তির পরপরই ভজঘট পাকানোর হিসেবে ‘সাইবারপাংক ২০৭৭’-এর সঙ্গে তুলনা করা চলে জিটিএ ডেফিনিটিভ সংস্করণের। মুক্তির পরপরই নানা বাগ আর ত্রুটির কারণে সমালোচিত হয়েছিল ওই গেইমটিও।
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
-
মহাকাশ স্টেশন থেকে ফিরলো বোয়িংয়ের ক্যাপসুল
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ‘ঘুষ সেধেছিল ইরান’
-
অবশেষে কপি, পেস্ট শর্টকাট আসছে গুগল ড্রাইভে
-
টুইটারের বিনিয়োগকারীর মামলা মাস্কের বিরুদ্ধে
-
টেক্সাস হত্যাযজ্ঞ: স্ট্রেঞ্জার থিংস-এ সতর্ক বার্তা নেটফ্লিক্সের
-
লেনদেনে ক্রিপ্টো ব্যবহারের অনুমতি রাশিয়ার?
-
ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার
-
কথিত ফোল্ডএবল ডিভাইসের উন্মোচন পেছালো গুগল
-
মহাকাশ স্টেশন থেকে ফিরলো বোয়িংয়ের ক্যাপসুল
-
ইনস্টাগ্রামে পোস্ট মোছার জন্য ঘুষ সাধার অভিযোগ ইরানের বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম