গুগলের ক্যাম্পাস পরিষ্কার রাখছে একশ’ রোবট প্রোটোটাইপ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2021 03:34 PM BdST Updated: 20 Nov 2021 03:34 PM BdST
-
ছবি: অ্যালফাবেট
-
ছবি: অ্যালফাবেট
‘এভরিডে রোবট’ প্রকল্পের অধীনে দৈনন্দিন কাজ করতে সক্ষম রোবটের প্রোটোটাইপ নির্মাণ করছিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের ‘এক্স ল্যাবস’। কার্যক্ষমতা যাচাই করতে এবার গুগলের নিজস্ব ক্যাম্পাসেই কাজে লাগানো হচ্ছে ওই প্রোটোটাইপগুলো।
“আমরা এখন একশ’ প্রোটোটাইপ রোবটের একটি ঝাঁক পরিচালনা করছি যেগুলো নিজ উদ্যোগে আমাদের অফিসের বিভিন্ন কাজে অংশ নিচ্ছে।”-- এক ব্লগ পোস্টে জানিয়েছেন ‘এভরিডে রোবট’-এর শীর্ষ কর্মকর্তা হানস পিটার ব্রন্ডো।
“যে রোবটগুলো আগে আবর্জনা পরিষ্কার করতো সেগুলো এখন ট্যাবলেট মুছে রাখতে পারবে; কাপ ধরতে যে গ্রিপার ব্যবহৃত হতো সেই গ্রিপার দিয়েই এখন দরজা খোলা শিখতে পারবে।”-- যোগ করেন ব্রন্ডো।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, গুগলের এই রোবটগুলো আদতে ‘আর্মস অন হুইলস’; রোবটের মূল শরীরের সঙ্গে সংযুক্ত যান্ত্রিক হাতের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘মাল্টিপারপাস গ্রিপার’। একটি ‘মাথা’ও আছে ওই রোবটের, ক্যামেরা আর সেন্সর ব্যবহার করে পারিপার্শিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে রোবটগুলো।

ছবি: অ্যালফাবেট
একই কাজ বারবার করতে হয়, এমন শিল্পখাতে অনেক আগেই সাফল্য পেয়েছে রোবটিক্স প্রযুক্তির ব্যবহার। কিন্তু রান্নাঘর পরিষ্কার করা বা কাপড় ভাঁজ করার মতো দৈনন্দিন জীবনের সহজ কাজ সম্পাদনে সক্ষম রোবট নির্মাণে এখনো পুরোপুরি সাফল্য পাননি গবেষকরা।
ভার্জ বলছে, নতুন পরিস্থিতিতে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ গুছিয়ে ফেলা মানুষের জন্য সহজ হলেও ওই একই পরিস্থিতিতে একই কাজ রোবটগুলোকে দিয়ে করাতে বেগ পেতে হচ্ছে গবেষকদের। নতুন কোনো পরিস্থিতিতে অচেনা কোনো বস্তু কেন্দ্রিক কাজ রোবটগুলোর জন্য অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে দাঁড়ায়, আর এই সমস্যারই সমাধান করতে চাইছে অ্যালফাবেট।
তবে, রোবটিক্স প্রযুক্তি কেবল ল্যাবের গণ্ডির মধ্যে আটকে না রেখে, বাস্তব পৃথিবীতে এর কার্যক্ষমতা যাচাই করে দেখা এই প্রযুক্তির উন্নয়নে অগ্রগতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এধরনের রোবটিক্স প্রযুক্তি নিয়ে সমসাময়িক অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে ‘প্রিপ্রোগ্রামড ডেমো’ দেখালেও অ্যালফাবেট পরীক্ষা চালাচ্ছে বাস্তব পৃথিবীতেই।
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
-
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জাকারবার্গ
-
এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ‘নিখোঁজ ক্রিপ্টোরানী’
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’