ফেম টেক চ্যালেঞ্জ: নারীদের জন্য ডিজিটাল উদ্ভাবন প্রতিযোগিতা

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের অধিক সংখ্যায় সামাজিক প্রতিবন্ধকতা সমাধানে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ফেম টেক চ্যালেঞ্জ ২০২১’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2021, 12:26 PM
Updated : 18 Nov 2021, 12:26 PM

পেশাগত জীবনে যে কোনো পর্যায়ের নারী এতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে প্রতিযোগিতার যৌথ আয়োজক ‘ইএমকে সেন্টার’, ‘মেকার ল্যাব’ এবং ‘উইমেন ইন ডিজিটাল’। আয়োজক প্রতিষ্ঠান বলেছে, “আপনি হতে পারেন একজন উদ্যোক্তা, চাকুরিজীবী, ছাত্রী কিংবা একজন সক্রিয় নাগরিক, বিশ্বাস করেন ডিজিটাল টেকনো প্রযুক্তির উদ্ভাবন এবং এর সঠিক ব্যবহার সমস্যা সমাধানে সহায়তায় সক্ষম।”

রেজিস্ট্রেশন করার শেষ সময় ৩০ নভেম্বর বিকাল ৫ টায়।

অংশ নেওয়া ব্যক্তি বা দল থেকে বাছাই করা দল বা একক অংশগ্রহণকারীরা পরবর্তী ধাপে এই শিল্পে শীর্ষ ব্যক্তিদের সহায়তায় দিকনির্দেশনা এবং পরামর্শ পাবেন বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

বাছাই করা অংশগ্রহনকারীরা ২৪ ডিসেম্বর ফাইনাল রাউন্ডে অংশ নেবেন।

প্রতিযোগিতায় ১ম পুরস্কার ২৫ হাজার, ২য় পুরস্কার ১৫ হাজার ও ৩য় পুরস্কার ১০ হাজার টাকা। রেজিস্ট্রেশন করা যাবে ‘ইএমকে সেন্টার ডটঅর্গ/ইভেন্টস’ ঠিকানায়।