ম্যাকওএস ও উইন্ডোজে আসছে হোয়াটসঅ্যাপের নতুন অ্যাপ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2021 03:10 PM BdST Updated: 17 Nov 2021 03:10 PM BdST
-
ছবি: রয়টার্স
ম্যাকওএস ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কয়েকটি নতুন অ্যাপ তৈরি করছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
ইতালিয়ান ব্লগ আগিরোনামেনতি লুমিয়া’র বরাত দিয়ে ডব্লিউএবেটাইনফো’তে প্রকাশিত প্রতিবেদন বলছে, উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ তৈরি করছে হোয়াটসঅ্যাপ। এটি একদম গোড়া থেকে গড়ে তোলা ‘ইউনিভার্সাল উইন্ডোজ অ্যাপ’ হবে বলেও উল্লেখ রয়েছে ব্লগটিতে।
অ্যাপে দেখা মিলবে ড্রইং ফিচারের যা বিশেষভাবে টাচস্ক্রিনে ডিসপ্লে সম্বলিত ডিভাইসে ব্যবহার করা যাবে। অ্যাপটি দেখতে অনেকটা স্কাইপের মতো হবে। সবমিলিয়ে সেটিংয়ে ছয়টি শ্রেণী থাকবে – জেনারেল, অ্যাকাউন্ট, চ্যাটস, নোটিফিকেশনস, স্টোরেজ এবং হেল্প।
অন্যদিকে, ম্যাকওএসের জন্য হোয়াটসঅ্যাপের যে নতুন সংস্করণটি আসছে তা দেখতে হুবহু আইপ্যাডওএস সংস্করণের মতো হবে।
এগুলো বাদেও নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ওই ফিচারের বদৌলতে সুনির্দিষ্ট মানুষের কাছ থেকে ব্যবহারকারীরা নিজেদের ‘লাস্ট সিন’ স্ট্যাটাস গোপন রাখতে পারবেন। গত কয়েক মাস ধরেই এটি নিয়ে কাজ চলছে। এখন বেটা কর্মসূচীর অংশবিশেষের জন্যই কেবল উন্মুক্ত রয়েছে ফিচারটি।
শিগগিরই হয়তো সব বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটিকে আসবে। তারপর পর্যায়ক্রমে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীই পাবেন এটি।
ফিচারটিতে ব্যবহারকারীর ‘লাস্ট সিন’ স্ট্যাটাস কনট্যাক্ট তালিকার সবাই-ই দেখতে পাবেন, শুধু কালো তালিকাভুক্ত করে রাখা সুনির্দিষ্ট কয়েকজন ছাড়া।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ