আগামী মাসেই প্রথম ফোল্ডএবল স্মার্টফোন দেখাতে পারে অপো

আগামী মাসেই নিজেদের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করেছে চীনা স্মার্টফোন নির্মাতা অপো। ধারণা করা হচ্ছে, এতে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ও মেটা এক্স২-এর মতো ভেতরের দিকে ভাঁজ হওয়া নকশা চোখে পড়বে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2021, 05:51 PM
Updated : 15 Nov 2021, 05:51 PM

অপো নিজেদের ফোল্ডএবল ফোনটির কোড নাম দিয়েছে ‘পিকক’। প্রযুক্তি ব্লগগুলো বলছে, এতে দেখা মিলবে ১২০ ওয়াট রিফ্রেশ রেটের আট ইঞ্চি এলটিপিও ওএলইডি প্যানেলের। আর প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্ল্যাটফর্ম।

গিজমোচায়নার প্রতিবেদন বলছে, ডিভাইসটিতে কালারওএস ১২ আগে থেকেই ইনস্টল করা থাকবে। তবে, সর্বশেষ অ্যান্ড্রয়েড ১২ থাকবে না কি গত বছরের অ্যান্ড্রয়েড ১১, সে বিষয়ে কোনো আভাস মেলেনি। তবে, মূল ক্যামেরা হিসেবে ডিভাইসের পেছনে ‘সনি আইএমএক্স৭৬৬’-এর দেখা মিলতে পারে।

এতে ব্যাটারি থাকতে পারে চার হাজার পাঁচশ’ মিলিঅ্যাম্পিয়ারের, সমর্থন থাকতে পারে ৬৫ ওয়াট ফাস্ট চার্জি প্রযুক্তির।

ফোল্ডএবল স্মার্টফোন ছাড়াও পরবর্তী প্রজন্মের অপো রেনো৭ সিরিজ স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।