‘ইউএসবি সি পোর্টওয়ালা’ আইফোনের দাম ৮৬ হাজার ডলার!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2021 05:35 PM BdST Updated: 13 Nov 2021 05:35 PM BdST
-
ছবি- বেন গেসকিন টুইটার
নিলামে তোলা হয়েছিল ডেটা স্থানান্তর ও চার্জিং সক্ষমতার ইউএসবি-সি পোর্টওয়ালা আইফোন ১০। বিক্রি হয়েছে ৮৬ হাজার এক ডলারে। অ্যাপল নয়, এক ব্যবহারকারী পোর্ট বদলে দিয়েছিলেন আইফোনটির।
কেন পাইলোনেল – নামের ওই ব্যবহারকারী আদতে প্রকৌশল শিক্ষার্থী। অক্টোবরেই দেখিয়েছিলেন পরিবর্তিত ফোনটি। সারা বিশ্বেই আইফোন প্রেমীদের মধ্যে সাড়া ফেলেছিল ঘটনাটি। কাজটি কীভাবে করা হয়েছে তা ব্যাখ্যা করে নভেম্বরের শুরুতে ভিডিও প্রকাশ করেন পাইলোনেল।
শুধু যন্ত্রাংশ পাল্টেই যে কাজটি করা যায়নি, তা বুঝা গেছে ওই ভিডিও দেখেই। অ্যাপলের সি৯৪ কানেক্টরকে ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করার পাশাপাশি কাস্টম সার্কিটবোর্ড, টেস্ট এবং রুট সংযোগের নকল তৈরি করতে হয়েছে। এরপর আগে থেকেই পরিপূর্ণ কেইসে বসিয়েছেন ইউএসবি-সি যন্ত্রাংশকে।
বদলে দেওয়া মডেলটিকে নিলামে তোলা হয়েছিল ইবে-তে। দ্রুতই ৮৫ হাজার ডলার ছাড়িয়ে যায় দাম।
গিজমোডো এক প্রতিবেদনে জানিয়েছে, ৮৬ হাজার এক ডলারে বিক্রি হয়েছে ফোনটি। সবমিলিয়ে নিলামে একশ’ ১৬টি দর হাঁকা হয়েছিল। এর অধিকাংশই হাঁকা হয় প্রথম তিন দিনের মধ্যে।
আইফোনটি যে ‘সচল’ সে ব্যাপার নিশ্চিত করেছেন পাইলোনেল। কিন্তু ডিভাইসটি রিস্টোর, আপডেট বা ইরেস করার ব্যাপারে আগেভাগেই সতর্ক করে দিয়েছেন তিনি। প্রাথমিক ডিভাইস হিসেবে আইফোনটিকে ব্যবহার করতেও মানা করেছেন বিক্রেতা।
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে