হোয়াটসঅ্যাপে আসতে পারে ‘কমিউনিটিস’ ফিচার

হোয়াটসঅ্যাপ সম্ভবত কমিউনিটিস ফিচার নিয়ে কাজ করছে। অন্তত সামনে আসা প্রমাণ তা-ই বলছে। এ ব্যাপারে প্রথম খবর এসেছিল গত মাসে। এবার একই ধরনের তথ্য জানালো আরেক সূত্রও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2021, 02:33 PM
Updated : 7 Nov 2021, 02:33 PM

অক্টোবরে এক্সডিএ ডেভেলপার্স প্রথম তুলে ধরেছিল কমিউনিটিস ফিচারের খবরটি। এখন ডব্লিএবেটাইনফো জানিয়েছে, গ্রুপসের ব্যাপারে অ্যাডমিনদেরকে আরও ক্ষমতা দেবে ফিচারটি। চাইলে তারা গ্রুপের মধ্যেই গড়তে পারবে নতুন গ্রুপ। বিষয়টির সঙ্গে ‘আমব্রেলা ডিসকর্ড কমিউনিটির’ অধীনে চ্যানেল সাজানোর মিল রয়েছে বলে উল্লেখ করেছে ভার্জ।

কমিউনিটি ইনভাইট লিংকের মাধ্যমে নতুন ব্যবহারকারীদের যোগদানের আমন্ত্রণ জানাতে পারবেন অ্যাডমিনরা। এরপর অন্য সদস্যদের মেসেজ পাঠাতে পারবেন। তবে, চ্যাট দেখতে কেমন হবে এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

প্রতিদিনের গ্রুপ চ্যাট থেকে কমিউনিটিসকে আলাদাভাবে বুঝা যাবে এমন নকশাগত পরিবর্তনও চোখে পড়বে এতে। ভার্জের প্রতিবেদন বলছে, কমিউনিটি আইকন হবে বৃত্তাকার চতুষ্কোণের। ভুলবশত ফরম্যাটটি অক্টোবরে সচল করে দিয়েছিল হোয়াটসঅ্যাপ।

তবে, আনুষ্ঠানিকভাবে কমিউনিটিস কবে আসবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

কমিউনিটিস ফিচার নিয়ে কাজ করে হোয়াটসঅ্যাপ হয়তো নিজেদের এবং সিগনাল ও টেলিগ্রামের মতো প্রতিদ্বন্দ্বী সেবার মধ্যকার পার্থক্যকে ঘুচিয়ে দিতে চাইছে। এ বছরের শুরুতে নতুন গোপনতা নীতি নিয়ে তোপের মুখে পড়েছিল ফেইসবুক মালিকানাধীন সেবাটি। সে সময় তাদের বহু ব্যবহারকারী পাড়ি জমিয়েছিল প্রতিদ্বন্দ্বী সেবায়।

গত মাসেও ফেইসবুক সেবাগুলো বিভ্রাটে পড়ায় অনেকে চলে যান অন্যান্য মেসেজিং সেবায়। শুধু টেলিগ্রাম-ই রাতারাতি পেয়েছিলো সাত কোটি নতুন ব্যবহারকারী।