বিনামূল্যের ভিডিও কনফারেন্সে বিজ্ঞাপন পরীক্ষা করছে জুম

বন্ধু ও পরিবারের সঙ্গে কথা বলার কাজে যারা ‍জুম ব্যবহার করছেন, তারা হয়তো শিগগিরই সেবাটিতে বিজ্ঞাপন দেখতে পাবেন। বৈঠকে যোগ দেওয়ার সময় ও শেষে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে এ ভিডিও কনফারেন্সিং সেবাদাতা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2021, 12:20 PM
Updated : 3 Nov 2021, 12:37 PM

আপাতত একটি পাইলট বিজ্ঞাপন কর্মসূচী শুরু করছে জুম। এই কর্মসূচীতে বৈঠক শেষ করার পর ব্রাউজার পেইজে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা জেনিন পেলোসি। সোমবার এক ব্লগ পোস্টে এ বিষয়টি তুলে ধরেন তিনি।

‘বেসিক সার্ভিস’ ব্যবহার করে অন্য কেউ বৈঠকের আয়োজন করলে, তাতে বিনামূল্যে সেবা ব্যবহারকারী যোগ দেওয়ার আগে বিজ্ঞাপন দেখা যাবে বলে ওই ব্লগ পোস্টে উঠে এসেছে। আপাতত “সুনির্দিষ্ট দেশ”-এ পরীক্ষাটি চলছে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

কতদিন পাইলট কর্মসূচী চলবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি জুম। এ ব্যাপারে মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।

জুম জানিয়েছে, বিজ্ঞাপন তাদেরকে বিনিয়োগে সমর্থন অব্যাহত রাখতে সহায়তা করবে এবং মানুষকে বিনামূল্যে সেবা ব্যবহার করতে দেবে।

“আমরা সযত্নে এবং সুচিন্তিতভাবে বিবেচনা করে দেখেছি কীভাবে ব্যবহারকারীর পছন্দ ঠিক রেখে এই বিজ্ঞাপনী পাইলট কর্মসূচী প্রয়োগ করা যায়” – লিখেছেন পেলোসি।