পেগাসাস কেলেঙ্কারি: তদন্তের নির্দেশ ভারতের শীর্ষ আদালতের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2021 04:45 PM BdST Updated: 27 Oct 2021 04:45 PM BdST
-
ছবি: ফরবিডেন স্টোরিস
আইনপ্রণেতা, অধিকারকর্মী ও সাংবাদিকদের উপর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সরকারি নজরদারির অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিটিকে দায়িত্ব দিয়েছে ভারদের সুপ্রিম কোর্ট। পেগাসাস ব্যবহার করে বেআইনি নজরদারির অভিযোগ তদন্তের দাবি তুলে ভারতীয় নাগরিকদের একাধিক পিটিশনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিল দেশটির শীর্ষ আদালত।
পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে এমন ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়েছে চলতি বছরের ১৮ জুলাই। বলা হচ্ছে, ওই ফোন নম্বর ব্যবহারকারীদের উপর গুপ্তচরগিরি করতে মক্কেলদের সহযোগিতা করেছে ইসরায়েলি স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। ওই তালিকায় ছিল বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, অধিকারকর্মী ও সাংবাদিকদের ফোন নম্বর।
ফাঁস হওয়া তালিকা নিয়ে তদন্তকারী ১৬টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মধ্যে ছিল ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়ার এক্সপ্রেস’ এবং সংবাদ ও মতামতভিত্তিক ওয়েবসাইট ‘ওয়্যার’।
অন্যদিকে কোনো বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে এনএসও গ্রুপ। তাদের প্রযুক্তি পণ্য কেবল অপরাধী ও উগ্রবাদীদের উপর নজর রাখতে ব্যবহৃত হয় এবং পণ্যগুলো কেবল মানবাধিকার রক্ষায় সুনাম আছে এমন দেশের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে বিক্রি করা হয় বলে দাবি করে আসছে ইসরায়েলি প্রতিষ্ঠানটি।
ভারতের সুপ্রিম কোর্ট পেগাসাস কেলেঙ্কারি তদন্তে গঠিত কমিটিকে আট সপ্তাহ সময় দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। কমিটির নেতৃত্ব দিচ্ছেন ভারতের সুপ্রিম কোর্টের এক সাবেক বিচারক।
পেগাসাস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ভারত সরকার তার সমালোচক, এমনকি নিজের মন্ত্রীদের উপর নজর রাখতে স্পাইওয়্যারের শরণাপন্ন হয়েছে-- এমন অভিযোগ শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। তবে ভারত সরকার এর ব্যাখ্যা দিয়েছে “চাঞ্চল্যকর বৈশ্বিক ষড়যন্ত্র” হিসেবে।
পেগাসাস কেলেঙ্কারি জনসমক্ষে আসার পর থেকেই জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে স্পাইওয়্যারটির ব্যবহার সম্পর্কিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত। তবে, বিশেষজ্ঞদের নিয়ে একটি অনুসন্ধানী কমিটি গঠন করে “ভুল উপস্থাপনাকে বিদায় করতে” আপত্তি নেই বলে জানিয়েছে দেশটির সরকার।
ভারতীয় ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভারতের শীর্ষ বিচারপতি এনভি রামানা বলেন, আদালত “মিথ্যাচার নিয়ে অনুসন্ধান চালিয়ে সত্যকে উন্মোচিত করতে” নিজস্ব তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করেছে। তিনি আরও বলেন, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার অধিকার লঙ্ঘনের এই অভিযোগ তদন্ত করা প্রয়োজন কারণ সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতার উপর প্রভাব ফেলে এটি।
বিবিসি জানিয়েছে, পেগাসাস গ্রুপের ভুক্তভোগীদের ফোন নম্বরের তালিকাটি কোথা থেকে এসেছে, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। ওই ডেটাবেইজে পাঁচ লাখ ফোন নম্বর ছিল, এর মধ্যে তিনশ’ ফোন নম্বর ভারতীয় নাগরিকের।
ডেটাবেইজ ফাঁস হওয়ার পর বর্তমান অথবা অবসরপ্রাপ্ত কোনো সুপ্রিম কোর্ট বিচারকের নেতৃত্বে তদন্ত ও ভারত সরকারের কাছ থেকে ব্যাখ্যার দাবিতে সোচ্চার হয়েছিলেন দেশটির অধিকারকর্মী ও সাংবাদিকরা, এদের মধ্যে আছেন পেগাসাসের ভুক্তভোগী নাগরিকরাও।
অধিকারকর্মী ও সাংবাদিকদের পিটিশনের পরিপ্রেক্ষিতে ৫ অগাস্ট শুরু হওয়া শুনানিতে সবগুলো পিটিশনকে একই অভিযোগের অন্তুর্ভূক্ত করা হয় বলে জানিয়েছে বিবিসি।
আদালতের অনুসন্ধান চলাকালীন একটি “সীমিত হলফনামা” দাখিল করে ভারত সরকার। তাতে ভারত সরকার বলেছিল, অভিযোগটি অনুমান নির্ভর এবং “অভিযোগগুলোর কোনো প্রমাণনির্ভর ভিত্তি নেই।”
এই বিষয়গুলো নিয়ে জনসাধারণের মধ্যে উন্মুক্ত বিতর্কের কোনো সুযোগ নেই বলে আদালতে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তুষার মেহতা। “কোনো সরকারই জনসাধারণকে ঘটা করে জানাতে যাবে না যে তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপর নজর রাখতে কোন সফটওয়্যার ব্যবহার করছে”--যোগ করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য আমলে নিয়ে সরকারকে জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য উন্মুক্ত করতে বাধ্য করা হবে না বলে জানায় ভারতের সুপ্রিম কোর্ট; তবে, নাগরিকদের মোবাইল ফোনের উপর গুপ্তচরগিরি চালানো হয়েছে কি না, সেই তথ্য চেয়েছে ভারতের শীর্ষ আদালত।
-
অ্যামাজনের টিভি সিরিয়াল ‘দেখা যাবে’ মহাকাশ থেকে
-
মহাকাশ স্টেশনে পৌঁছেছে বোয়িংয়ের ক্যাপসুল
-
ডেটিং অ্যাপে বিকল্প লেনদেনে সাময়িক অনুমোদন গুগলের
-
চীনের বাইরে উৎপাদন বাড়াতে চায় অ্যাপল
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল