অবশেষে চলে এলো রেজারের স্মার্ট ফেইস মাস্ক ‘জেফির’

চলে এসেছে রেজারের স্মার্ট ফেইস মাস্ক ‘জেফির’। শুধু মাস্কটির দাম একশ’ ডলার। আর তিনটি প্রতিস্থাপন ফিল্টার কিটসহ স্টার্টার প্যাকের দাম পড়বে দেড়শ’ ডলার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 12:10 PM
Updated : 23 Oct 2021, 12:10 PM

মাস্কটির ব্যাপারে যে মানুষ অপেক্ষায় ছিল, তা বুঝা গেছে এটি আসার পর। এরই মধ্যে ফুরিয়ে গেছে ‘স্টার্টার প্যাক’। অন্যদিকে, একশ’ ডলারের শুধু জেফির মাস্ক আসছে “শীঘ্রই”।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, জেফির মহামারীর এ সময়ে গেইমারদের জন্য কার্যকরী ‘হাই-এন্ড’ সুরক্ষা কিট। এতে স্বচ্ছ্ব নকশায় জ্বলতে দেখা যাবে আরজিবি আলো। এন৯৫ ফিল্টারের সঙ্গে ডুয়াল-ফ্যান সক্রিয় বাতাস পরিশুদ্ধকরণ প্রক্রিয়ায় পরিহিতকে সুরক্ষিত রাখবে মাস্কটি। মাস্কের আলো ‘কাস্টোমাইজ’ করার জন্য মোবাইল অ্যাপও রয়েছে।

অনেকটা দেরিতেই এসেছে জেফির স্মার্ট মাস্ক। তবে, রেজার মাস্কটি নিয়ে যে বাজি ধরতে চেয়েছিলো, তা কাজে লেগে গেছে বলে মন্তব্য করেছে এনগ্যাজেট। কারণ বিশ্বে এখনও বহু স্থানে মাস্কের প্রয়োজনটি রয়ে গেছে।

এ বছরের শুরুতে কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে প্রজেক্ট হেজেল নামে দেখানো হয়েছিল কনসেপ্ট মাস্কটিকে। তখনই ব্যাপক সাড়া ফেলেছিল এটি। সেটিই এখন বাজারে এসেছে ‘জেফির’ নামে।