এএমডি ‘সিপিইউ গতিহ্রাস’ সমাধানে এলো উইন্ডোজ আপডেট

এএমডি সিপিইউ নির্ভর কম্পিউটারে উইন্ডোজ ১১ চালাতে গিয়ে পারফর্মেন্স জটিলতার ভুক্তভোগী হচ্ছিলেন ব্যবহারকারীরা। সেই জটিলতার সমাধানে উইন্ডোজ ১১-এর নতুন আপডেট উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2021, 08:17 AM
Updated : 22 Oct 2021, 08:17 AM

মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১১ বাজারে আনার পরপরই দুটি সমস্যা চিহ্নিত করেছিলেন এএমডি’র রাইজেন প্রসেসর নির্ভর পিসিতে ওই অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা। প্রথমতো, এল৩ ক্যাশ-এ ব্যবহারে তিন গুণ সময় লাগছিলো, দ্বিতীয়ত নির্দিষ্ট কিছু গেইমের ক্ষেত্রে সিপিইউ পারফর্মেন্স হ্রাস পাচ্ছিলো ১৫ শতাংশ।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, দুই সমস্যার অন্তত প্রথমটির সমাধান করতে পারবে উইন্ডোজ ১১-এর নতুন আপডেট। মাইক্রোসফট ওই ‘অপশনাল আপডেট’ উন্মুক্ত করেছে ২১ অক্টোবর।  বলা হচ্ছে, অন্তত এল৩ ক্যাশ জটিলতার সমাধান করতে পারবে এই নতুন আপডেটটি।  

এএমডি প্রসেসর নির্ভর পিসির দ্বিতীয় সমস্যাটির মূলে রয়েছে এর কোর; প্রসেসরের সবচেয়ে দ্রুতগতির কোরে থ্রেড স্থানান্তর করে এই প্রযুক্তি। দ্বিতীয় বাগটি সিপিইউ-এর উপর নির্ভরশীল কাজ সম্পাদনায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আগেই জানিয়েছিল এএমডি। তবে, ইতোমধ্যেই ওই বাগটি মোকাবেলায় নতুন চিপসেট ড্রাইভার উন্মুক্ত করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।  

ভার্জ জানিয়েছে, এএমডির প্রসেসর কেন্দ্রিক জটিলতা ছাড়াও ছোটোখাটো আরও বেশ কিছু বাগের সমাধান করবে উইন্ডোজের নতুন আপডেট। ওএস আপগ্রেড হওয়ার পর স্টার্ট মেনু না খোলা, নির্দিষ্ট কিছু ব্লুটুথ মাউস ও কিবোর্ডের ক্ষেত্রে ইনপুট নিতে দেরি হওয়ার মতো সমস্যার সমাধান করবে আপডেটটি।