পিন্টারেস্ট-কে কিনতে চাইছে পেপাল, আলোচনা ‘শেষের দিকে’

পিন্টারেস্টকে কিনতে চাইছে পেপাল, আলোচনার শেষের দিকে রয়েছে প্রতিষ্ঠান দুটি। খবর বলছে, লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানটি সাড়ে চার হাজার কোটি ডলারের বিনিময়ে কিনতে চেয়েছে ছবি নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 12:16 PM
Updated : 21 Oct 2021, 12:16 PM

পেপালের পিন্টারেস্ট কেনার আলোচনা প্রসঙ্গে প্রথম জানায় মার্কিন বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। পরে তা উঠে আসে রয়টার্সের প্রতিবেদনেও। রয়টার্সের প্রতিবেদন চার হাজার পাঁচশ’ কোটি ডলারের চুক্তির কথা বলা হলেও, ব্লুমবার্গ বলছে তিন হাজার নয়শ’ কোটি ডলারের কথা। সেখানে বলা হয়েছিল, স্টকের মাধ্যমেই এ অর্থের অধিকাংশের যোগান আসবে।

প্রাথমিকভাবে পেপালের পিন্টারেস্ট কিনতে চাওয়ার বিষয়টি অর্থবহ না-ও মনে হতে পারে নেটিজেনদের কাছে। কারণ, পেপাল পুরোপুরি আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান। অন্যদিকে, পিন্টারেস্ট সামাজিক মাধ্যম নেটওয়ার্ক। দুটো প্রতিষ্ঠানের ব্যবসার খাত আলাদা।

তবে, ‍এ মালিকানা হাতবদলের মাধ্যমে ক্রমবর্ধমান সামাজিক বাণিজ্য খাতে পা রাখার সুযোগ পাবে পেপাল। পিন্টারেস্ট ২০১৫ সাল থেকেই এতে সক্রিয়। আরেক দিক থেকেও পিন্টারেস্ট কেনা পেপালের জন্য নিরাপদ। ‘ভুল তথ্য ছড়িয়ে পড়া’ সমস্যার হাত থেকে নিজেকে অনেকটাই বাঁচাতে পেরেছে সামাজিক মাধ্যমটি। ফেইসবুক ও টুইটারের মতো ভুল তথ্যে সয়লাব হয়ে যায়নি।

পেপাল গত বছর থেকেই চেষ্টা করছে নিজেদের গতানুগতিক ব্যবসা থেকে বেরিয়ে আসতে। যেমন- সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি দুইশ’ ৭০ কোটি ডলার খরচ করেছে ‘বাই-নাও-পে-লেটার’ বা আগে-কিনুন-পরে-পরিশোধ-করুন ঘরানার ব্যবসায় উপস্থিতি দৃঢ় করতে। এ ছাড়াও ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যেও নাম লিখিয়েছে এই লেনদেন সেবাদাতা।

এ বিষয়ে পিন্টারেস্ট ও পেপাল কোনো মন্তব্য করেনি এখনও।