শাওমি প্রধান: বিদ্যুচ্চালিত গাড়ির উৎপাদন ২০২৪-এর প্রথমার্ধেই

বড় মাপে নিজস্ব গাড়ি তৈরির কাজে ২০২৪ সালের প্রথমার্ধেই হাত দেবে শাওমি। আর তথ্যটি জানিয়েছেন শাওমি কর্পোরেশনের প্রধান নির্বাহী লেই জুন নিজেই।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 12:11 PM
Updated : 19 Oct 2021, 12:11 PM

মঙ্গলবার এক বিনিয়োগ অনুষ্ঠান চলাকালে এ কথা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র। পরে এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশের পর সেটি নিশ্চিত করে শাওমি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বিপণণ বিভাগের পরিচালক জ্যাঙ জিউয়ান-ও নিজ ভেরিফাইড ওয়েইবো অ্যাকাউন্ট থেকে সংবাদটি পোস্ট করেছেন।

নিজেদের পরবর্তী প্রধান লক্ষ্য বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এ বছরের শুরুতে জানিয়েছিল শাওমি। এরপর কয়েক ধাপে মিলেছে এ খবরের বিস্তারিত।

গাড়ি তৈরির সাম্প্রতিক খবরটি প্রভাব ফেলেছে শাওমি’র শেয়ার দরেও। মূল্য বেড়েছে ৫.৪ শতাংশ। হিসেবে মে মাসের ১২ তারিখের পর এটাই শাওমি’র দৈনিক সর্বোচ্চ শতাংশ।

মার্চে শাওমি জানিয়েছিল, আগামী দশ বছরে নতুন বিদ্যুচ্চালিত গাড়ি বিভাগে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা। অগাস্টের শেষে বিদ্যুচ্চালিত গাড়ি ব্যবসায়িক নিবন্ধনও সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন এ বিভাগের জন্য জোরেশোরেই নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে, তারা গাড়ি স্বাধীনভাবে তৈরি করবে না কি বিদ্যমান গাড়ি নির্মাতার সঙ্গে অংশীদারিত্বে তৈরি করবে, তা এখনও জানা যায়নি।